লকডাউন পরিস্থিতিতে ইচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার “ক্ষুধা নিবারনের প্রয়াস” - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

লকডাউন পরিস্থিতিতে ইচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার “ক্ষুধা নিবারনের প্রয়াস”

নিউজ ডেস্ক: এলাকার নিকটবর্তী কয়েকটি গ্রামে দিন আনি দিন খাই অসহায়, আর্ত এবং নিম্ন আয়ের শ্রমজীবি অসহায় মানুষের কয়েকটি পরিবারকে খাদ্যসামগ্রী, সয়াবিন, ডাল, তেল, আলু ও সাবান উপহার দিয়ে সেবা করার প্রবল প্রয়াস এর সূচনা করল পূর্ব মেদিনীপুর এর ভগবানপুর থানার অন্তর্গত “ইচ্ছে” নামক স্বেচ্ছাসেবী সংস্থা।

করোনা ভাইরাস প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করার কারণে শ্রমজীবি মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এ অবস্থায় গতকাল রবিবার বিকেলে এবং আজ সোমবার সকালে বিভিন্ন গ্রামে ইচ্ছে সংস্থার উদ্যোগে শতাধিক অসহায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ডাল, আলু, পেঁয়াজ, তেল, সাবান, সয়াবিন ইত্যাদি বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। মাস্ক এবং গ্লাভস পরে বিতরণ করা হয়েছে এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো হয়েছে।

সংস্থার সদস্য ও সদস্যারা বলেন সূচনা করলাম এই কর্মসূচির, এই সেবা আমাদের ধাপে ধাপে পরবর্তীতেও চলবে। আমরা ত্রাণ নয় বরং এটিকে সেবার মতো করে মানুষের যত্নে, সমাজের যত্নে এগিয়ে এসেছি। অনেক শুভাকাঙ্খী এই সেবার কাজে সাহায্য করেছেন তাঁদের বিশেষভাবে ধন্যবাদ জানাই।

The post লকডাউন পরিস্থিতিতে ইচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার “ক্ষুধা নিবারনের প্রয়াস” appeared first on বিশ্ব বার্তা.



from হেড লাইনস – বিশ্ব বার্তা https://ift.tt/2VGOmhG

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন