করোনার প্রকোপে উদ্বিগ্ন গোটা দেশ, চলছে লক ডাউন বিধি। এরই মাঝে উত্তপ্ত হয়ে উঠেছে সীমান্ত। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ভারতীয় সেনাবাহিনী মোট নয় জন জঙ্গিকে দমন করেছে। ভারতীয় সেনা আগে থেকেই গোপন সূত্রে জানতে পারে বাতপুরা এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে আছে। তার তল্লাশিতেই শুক্রবার রাত থেকে অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেনাদের অভিযান টের পেয়ে পাল্টা গুলি চালয় জঙ্গিরা। উভয়ের সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি।
এছাড়া জানা গিয়েছে, উত্তর কাশ্মীরের সীমান্তরেখা ধরে পাঁচ জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। তারপরই ভারতীয় সেনার অভিযানে পাঁচ জঙ্গিকে খতম হয়। গত ২৪ ঘন্টায় জঙ্গি ও সেনাবাহিনীর সংঘর্ষে এক জওয়ান শহীদ হয়েছেন, জানিয়েছেন ভারতীয় সেনা অাধিকারিক। তবে ওই সংঘর্ষে মৃত জঙ্গিদের নাম পরিচয় কিছুই জানা যায় নি।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, কেরান সেক্টর এলাকায় আবহাওয়া খুবই প্রতিকূল হওয়ার জেরে সেখানে অভিযান চালানো খুবই কষ্টদায়ক। যার ফলে সেখানে আর কোনো জঙ্গি লুকিয়ে আছে কি না তা জানতে জারি হয়েছে তল্লাশি।
The post ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, সীমান্তে গত ২৪ ঘন্টায় খতম ৯ জঙ্গি appeared first on Bharat Barta.
from দেশ – Bharat Barta https://ift.tt/3aMf8Kz
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন