নভেম্বর শেষ হয়ে ডিসেম্বার মাস আসতে আর বেশী দেরী নেই। অথচ হেমন্তের শেষ বেলায় শীতের দেখা নেই। ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শীত নিজের পথ হারিয়েছে। যদিও সপ্তাহের কয়েকদিন বাদ দিয়ে চলতি সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ ফের নিচের দিকে নামার ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। তাই নির্দিষ্ট সময়ে রাজ্যে শীত পড়বে বলে আশাস্বরুপ বার্তা আবহাওয়াবিদদের।

আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে এই মুহূর্তে উচ্চচাপ কেটে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরে পাহাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কলকাতায বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অল্প হলেও রাজ্যে পারদ কমছে৷ রাজ্যে প্রবেশ হয়ে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। আলিপুর ব
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস আরো তাপমাত্রার পারদ কমতে পারে। যদিও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। পূবালি হাওয়ার কারণে এই রাজ্যে জলীয় বাষ্প ঢুকেছে কয়েকদিন আগে। যার জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়ায় জলীয় বাষ্প।

এর কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আবার রাতের দিকে হালকা ঠান্ডা বোধ হচ্ছে। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে নানা শীত পোশাক থেকে কম্বোল জমিয়ে শীতের আমেজ উপভোগ করার প্রস্তুতি শুরু করেছে বঙ্গবাসী।

The post Weather Update: আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য পথ হারিয়েছে শীত,কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? appeared first on Bharat Barta.
from রাজ্য – Bharat Barta https://ift.tt/3DZb9cn
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন