আবারো ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়, জারি সর্তকতা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ২১ আগস্ট, ২০২১

আবারো ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়, জারি সর্তকতা

লাগাতার বৃষ্টি না হলেও গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। এখনো পর্যন্ত কিন্তু নিম্নচাপের সম্ভাবনা পুরোপুরি চলে যায়নি। এই কারণে আরও একবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘণ্টায় এবং দক্ষিণবঙ্গের মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার বালাসোর থেকে হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার কারণে এখন বিহারে ঘূর্ণাবর্ত অবস্থান করে রয়েছে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত পূর্ব-পশ্চিমে অক্ষরেখা বিস্তৃত রয়েছে।  এই কারণেই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে বলেও মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে আগামী 24 ঘণ্টায় আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের একেবারে উত্তরের বাকি দুটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।  আলিপুরদুয়ার এবং কোচবিহারে খুব একটা বৃষ্টি হবে না আজকে কিন্তু সোমবার থেকে কিছুটা বৃষ্টি পড়তে পারে। গত 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল কলকাতায়। সেই বৃষ্টিপাতের রেশ এখনো পর্যন্ত কাটেনি।

তার মধ্যেই আবার সোমবার থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যত, বর্ষার একেবারে শেষ পর্যায়ে আরো একবার ঝড়ো ইনিংস খেলার সম্ভাবনা রয়েছে মৌসুমী বায়ুর। অন্তত সে রকমটাই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস আজ এবং আগামীকাল দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টি হবে না।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3gh1xjh

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন