ভারতীয় রেল চালু করে দিল বেশ কিছু নতুন বুকিং কোড, জেনে নিন নাহলে বুকিং করতে গিয়ে পড়বেন সমস্যায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ৯ আগস্ট, ২০২১

ভারতীয় রেল চালু করে দিল বেশ কিছু নতুন বুকিং কোড, জেনে নিন নাহলে বুকিং করতে গিয়ে পড়বেন সমস্যায়

ভারতীয় রেলের তরফ থেকে এবারে টিকিট কাটার বিধি সম্পূর্ণরূপে আমূল পরিবর্তন করে ফেলা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে একাধিক নয়া কোচ তৈরি করেছে ভারতীয় রেলওয়ে। এছাড়াও রেলের অধীনস্থ সমস্ত রকমের কোচে নতুনভাবে বুকিং নেওয়া শুরু করা হয়েছে। নতুন বুকিং কোড দেওয়া হয়েছে সেখানে। এই ধরনের বুকিং কোড স্বাধীনতা ব্যবহার হয় দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য। তবে, এবারে ভারতীয় রেলওয়ে তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে একটি নতুন ধরনের কোচ সিস্টেম।

এই সিস্টেমের নাম হল ভিস্তাডোম কোচ। দেশের বিভিন্ন বড় রেলওয়ে জোনে এই কোচ অবস্থান করছে। যে সমস্ত জায়গায় পর্যটনের সম্ভাবনা বেশি, সমস্যা রুটে বর্তমানে এই ধরনের কোচ ব্যবহার শুরু হয়েছে। এছাড়াও, বিশ্বের সবথেকে সস্তায় এসিতে যাতায়াতের জন্য নতুন ধরনের বাতানুকূল থ্রি টিয়ার ইকোনমি কোচ চালু করছে ভারতীয় রেলওয়ে। চলুন জেনে নেওয়া যাক নতুন কিছু বুকিং কোড এর ব্যাপারে।

1. AC Three Tier Economy – 3EV

2. Vistadome AC – EV

3. V.S Vistadome Non AC D.V

4. S.L Sleeper S

5. C.C AC Chaircar C

6. 3A Third AC B

7. 3E AC Three Tier Economy M

8. 2A Second AC A

9. 3A Gareeb rath AC Three Tier G

10. CC Gareeb rath Chaircar J

11. 1A First AC H

12. E.C Executive Class E

13. E.A Anubhuthi Class K

14. F.C First Class F

15. E.V Vistadome AC E.V



from দেশ – Bharat Barta https://ift.tt/2VDMw3J

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন