স্পিকারের কাছে সময় চাইলেন মুকুল, প্রতিবাদে আদালতে মামলা করছেন শুভেন্দু - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্পিকারের কাছে সময় চাইলেন মুকুল, প্রতিবাদে আদালতে মামলা করছেন শুভেন্দু

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা নিয়ে এবারে আদালতে যাওয়ার সমস্ত দিনক্ষণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সরাসরি জানিয়ে দিলেন আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে তার রাজনৈতিক অবস্থান জানানোর জন্য এক মাস সময় চেয়ে নিয়েছিলেন মুকুল রায়। কিন্তু এই সময় যাওয়ার পরের দিনই মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু বললেন, ‘গত ১০ বছরে এই স্পিকার এর আমলে পশ্চিমবঙ্গ বিধানসভায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা সম্ভব হয়নি। গাজোল এর বিধায়ক এর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের দাবি নিয়ে ২৩ বার শুনানি করা হয়েছিল কিন্তু কোন লাভ হয়নি। এই কারণেই আমরা এবার আদালতের দ্বারস্থ হয়ে ব্যাপারটাকে সামলাতে চাইছি। বিরোধী দলনেতা হিসেবে আমি মামলাটা করছি। আদালতের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ অথবা স্পিকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে মীমাংসা করার নির্দেশ দিতে আবেদন জানাবো আমি।’

মুকুল রায় বিরোধীদলকে বিরোধী আইন প্রণয়নের দাবি নিয়ে বারংবার সরব ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মুকুল রায়কে করা চিঠি পাঠিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি ১৭ আগস্টের মধ্যে রাজনৈতিক অবস্থান জানানোর জন্য সময় চেয়ে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি এই সময়টা চাইছেন। কিন্তু, সময় চেয়ে চিঠি দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী মুকুল রায়ের বিরুদ্ধে মামলা করতে উদ্যত হয়েছেন।

অন্যদিকে বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আদালতে যে কেউ যেতে পারে। আমি আমার দায়িত্ব পালন করছি। পদের পবিত্রতা বজায় রাখতে যা করার করব। সবাই সুবিচার পেতে পারে। এটা নিয়ে আমার কিছু বলার নেই।”



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3iV5tI6

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন