এইদিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ট্যাক্সি এবং ক্যাব সর্ভিস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিদ্ধান্ত - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১১ জুলাই, ২০২১

এইদিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে ট্যাক্সি এবং ক্যাব সর্ভিস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিদ্ধান্ত

ভাড়া বৃদ্ধি এবং একাধিক দাবিতে এবারে বিদ্রোহের পথে নামতে চলেছে ট্যাক্সি এবং ওলা উবের। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ২৬ জুলাই ট্যাক্সি এবং অ্যাপ্লিকেশন ক্যাব সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চালকদের সংগঠন। ঐদিন চালকরা পরিবহন ভবন অভিযান করবেন বলেও জানা গেছে। ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটর কোঅর্ডিনেশন কমিটি এবং কলকাতা অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম তাদের এই কর্মসূচির কথা জানিয়ে দিয়েছে।

এর আগে 13 ই জুলাই সংগঠনের তরফ থেকে লেনিন মূর্তির পাদদেশে একটি জনসভা করা হবে বলে জানানো হয়েছে। সংগঠনের তরফ থেকে বারবার বিক্ষোভ করা হচ্ছে, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। তাদের দাবি প্রত্যেকদিন যেভাবে পেট্রোলের মূল্যবৃদ্ধি হচ্ছে সেই ট্রেন্ড চলতে থাকলে এভাবে পুরনো ভাড়ায় ট্যাক্সি চালানো বা ক্যাব চালানো সম্ভব নয়। তার পাশাপাশি ক্যাব চালকদের ক্ষোভ রয়েছে সেই ক্যাব সংস্থার বিরুদ্ধে।

সংগঠনের তরফ থেকে জানানো হচ্ছে, “চালকদের স্বার্থে আমাদের লড়াই করতে হবে। যেদিন পরিবহন ভবন অফিস অভিযান হবে সেই দিন রাস্তায় কোন ট্যাক্সি কিংবা ক্যাব থাকবেনা।” অন্যদিকে এমনিতেই রাস্তায় বাস চলাচল অত্যন্ত কমে গেছে। বাসের কন্ডাক্টররা পেট্রোলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে বেশি ভাড়া চাইছেন। অন্যদিকে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সরাসরি জানিয়ে দিয়েছেন বাসের ভাড়া বৃদ্ধি করা যাবে না। কড়া নির্দেশ দিয়েছেন বাস মালিক সংগঠনকে।

সেই নির্দেশ পাওয়ার পরে কিছুটা সুর নরম করেছে বাস মালিক সংগঠন। তারা কিছুটা হলেও বাস নামাবেন এবারে রাস্তায়। কিন্তু ট্যাক্সিচালকদের ভোগান্তি ধীরে ধীরে অন্যরকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের দাবি সরকার তাদের নিয়ে অত্যন্ত উদাসীন। কিন্তু, তারাও পুরনো ভাড়ায় এখন আর ট্যাক্সি চালাতে পারছেন না বলে তাদের দাবি। তার সঙ্গেই ওলা উবের এর মত ক্যাব পরিষেবা ব্যাহত হচ্ছে অত্যধিক পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে। সবকিছু মিলিয়ে, আগামী ২৬ জুলাই পরিবহন ভবন অভিযান করতে চলেছে ট্যাক্সি এবং ক্যাব চালক সংগঠনের বেশ কিছু নেতা। ফলে ওই দিন সাধারণ মানুষের আরো অসুবিধা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3r3A7Sf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন