দু’তিন ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি দক্ষিনবঙ্গের দুই জেলায় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১০ জুলাই, ২০২১

দু’তিন ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি দক্ষিনবঙ্গের দুই জেলায়

গতকাল সারা পশ্চিমবঙ্গে আকাশ মেঘলা থাকলেও দু’এক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছিল কিন্তু কোন এলাকায় লাগাতার বৃষ্টি হয়নি। তবে আগামী দু তিন ঘন্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে জায়গায় ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

সারা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে উষ্ণতা বাড়লে ও এই দুটি জেলায় ভারী বৃষ্টি হবে। কিন্তু, পশ্চিমবঙ্গে হয়তো এরকম হবে বৃষ্টি এতটা হতো না। আসলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল। এই সপ্তাহে ইতিমধ্যেই ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে এবারে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং উপরের ঘূর্ণাবর্তটি প্রভাব অনেকটা কমেছে। এর ফলে বর্তমানে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ পরিবর্তিত হতে পারে। তবে এই নতুন ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের উপর কতটা বেশি বৃষ্টিপাত ঘটাতে পারবে সেই নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3hqTRvH

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন