এবারে ভারতে আসছে আমেরিকার ফার্মেসি জায়েন্ট জনসন এন্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। নীতি আয়োগ এর সদস্য ভিকে পাল জানিয়ে দিলেন, ভারত সরকার বর্তমানে জনসন এন্ড জনসন এর সঙ্গে কথাবার্তা বলছে এই ভ্যাকসিন নিয়ে। এএনআই এর সঙ্গে কথা বলার সময় ডক্টর পাল বললেন, ” আমরা বর্তমানে মার্কিনী ভ্যাক্সিনেশন জয়েন্ট জনসন এন্ড জনসন এর সঙ্গে কথা বলছি যাতে তাদের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আমরা নিয়ে আসতে পারি ভারতে।”
তিনি জানিয়ে দিলেন, ” পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী জনসন এন্ড জনসন এর এই ভ্যাকসিন তৈরি হবে হায়দ্রাবাদের বায়ো ই সেন্টারে।” এই সিদ্ধান্ত ঘোষণা করার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জনসন এন্ড জনসন জানিয়েছিল, তারা নিজেদের করণা ভাইরাসের ভ্যাকসিন এর ট্রায়ালে লক্ষ্য করতে পেরেছে, করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট এর জন্য এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী। এছাড়াও, একটি বৃহৎ মাত্রায় এই ভ্যাকসিন কাজ করতে পারে।
জনসন এন্ড জনসন জানিয়েছে, তাদের ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকরী এবং এই ভ্যাকসিন গ্রহণ করলে আপনাদের দেহে অনাক্রম্যতা তৈরি হবে। ভালো ইমিউনিটি গঠন হলে আপনাকে করোনাভাইরাস আক্রমণ করতে পারবে না ফলে আপনার হাসপাতালে যেতে হবে না এবং আপনার মৃত্যু হবে না। বর্তমানে ভারতের বারোটি রাজ্যে করোনাভাইরাস এর ডেল্টা প্লাস ভেরিয়েন্ট সক্রিয় রয়েছে। জনসন এন্ড জনসন এর ভ্যাকসিন শুধুমাত্র ডেল্টা নয় এর পরের ডেল্টা প্লাস ভেরিয়েন্ট এর জন্য কার্যকরী হবে। তাই এই মুহূর্তে যদি ভারত সরকার সারা ভারতে জনসন এন্ড জনসন এর এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন চার্জ করতে পারে তাহলে ভারত ডেল্টা প্লাস ভেরিয়েন্ট এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে।
বর্তমানে ভারতে যে বারোটি রাজ্যে এই বিশেষ ভেরিয়েন্ট সক্রিয় রয়েছে সেখানে এই করোনাভাইরাস প্রায় ত্রাস তৈরি করেছে। ইতিমধ্যেই ভারতে ৫৬ টি ডেল্টা প্লাস কেস রিপোর্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে যদি তাড়াতাড়ি করে জনসন এন্ড জনসন এর এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন সকলকে দেওয়া যায় তাহলে সুবিধা হবে। সবথেকে বড় কথা এই ভ্যাকসিনের শুধুমাত্র একটি ডোজ গ্রহণ করলেই আপনার কাজ হয়ে যাবে, আপনাকে বারবার ভ্যাক্সিনেশন সেন্টারে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না।
from দেশ – Bharat Barta https://ift.tt/2TvVDTc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন