প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় মোদী সরকার প্রত্যেকে কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেকে দুই হাজার টাকার তিনটি কিস্তি প্রেরণ করে। এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় সরকার আটটি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে প্রেরণ করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হ’ল দেশের কৃষকদের আয় বৃদ্ধি এবং তাদের আর্থিক সহায়তা করা।
আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ স্কিমের জন্যও নিবন্ধভুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই আপনার নামটি এই প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় রয়েছে কিনা তা জানতে চাইবেন। আপনি এখানে প্রদত্ত প্রক্রিয়াটি দ্বারা নিজের নামটি পরীক্ষা করতে পারেন –
প্রথমত, প্রধানমন্ত্রী কিষণ অফিসিয়াল ওয়েবসাইটে যান : pmkisan.gov.in
দ্বিতীয়ত, ওয়েবসাইটের উপরের ডানদিকে ‘ফার্মার্স কর্নার’ (Farmer’s Corner) বিভাগে ‘বেনিফিশিয়ারি স্ট্যাটাস’ (Beneficiary Status)বিকল্পটি ক্লিক করুন।
তৃতীয়ত, এবার পেজ থেকে আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর নির্বাচন করুন। এই তিনটি তথ্যের সাহায্যে, আপনি নবম কিস্তি পেয়েছেন কিনা তা দেখতে পারেন।
চতুর্থত, আপনি এই তিনটি নম্বর থেকে যেটি নির্বাচন করেছেন তা বিশদে পূরণ করুন।
পঞ্চমত, আপনি এই নম্বরটিতে ক্লিক করলে আপনি সমস্ত লেনদেন পাবেন।
ষষ্ঠত, আপনি প্রধানমন্ত্রী কিসান অষ্টম কিস্তি সম্পর্কিত তথ্যও পাবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় সরকার বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা স্থানান্তর করে। সরকার থেকে কৃষকদের এই আর্থিক সহায়তা তিন কিস্তিতে ২০০০ টাকা করে আসবে। এই প্রকল্পের আওতায়, প্রথম কিস্তি ২০০০ টাকা ১লা এপ্রিল থেকে ৩১শে জুলাই, দ্বিতীয় কিস্তি ১লা আগস্ট থেকে ৩০শে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ১লা ডিসেম্বর থেকে আসে ৩১ মার্চের মধ্যে পাবেন।
from দেশ – Bharat Barta https://ift.tt/3hxzdJ3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন