‘করোনা নিয়ে সব প্রশ্নের জবাব দেব, সুযোগ দিন’, সংসদে বললেন মোদি - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৯ জুলাই, ২০২১

‘করোনা নিয়ে সব প্রশ্নের জবাব দেব, সুযোগ দিন’, সংসদে বললেন মোদি

সবার সমস্ত প্রশ্নের উত্তর দেবে মোদি সরকার। করোনা আবহে সংসদের বাদল অধিবেশনের ২৪ ঘন্টা আগেই পেগাসাস নামক একটি সফটওয়্যার এর মাধ্যমে দেশের মন্ত্রী এবং বিচারপতিসহ বহু মানুষের ফোনে আড়িপাতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নিজেও বুঝে গিয়েছেন, এবারের বাদল অধিবেশনে এই বিষয়টি একটি বড়সড় ঝড় তুলতে চলেছে। এই কারণে আগেভাগেই সংসদে প্রবেশ এর আগে তিনি জানিয়ে দিলেন, ” সরকার সব প্রশ্নের উত্তর দিতে তৈরি কিন্তু সংসদ কক্ষের শান্তি বজায় রেখে সরকার উত্তর দেবে।”

একেই বাদল অধিবেশনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তার মধ্যে আবার নতুন একটি সফটওয়্যার এসে আরো সমস্যা করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূল যে বিরোধীতার কৌশল গ্রহণ করছে সেটা আগে থেকেই মনে করা হচ্ছিল। তাতে যে অশান্তি হবে সেটার আচ পাওয়া গিয়েছিল। তার মধ্যেই আবার সোমবার সাইকেলে চড়ে সাউথ এভিনিউ থেকে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তৃণমূল সাংসদের সাইকেল আটকে দেওয়া হয়েছে। অভিযোগ তাদের সাইকেলে লাগানো ছিল প্রতিবাদ মূলক পোস্টার। কল্যান বন্দ্যোপাধ্যায়ের ডেরেক ও’ব্রায়েন এবং শান্তনু সেনরা বৃষ্টি ভেজা রাস্তায় প্রতিবাদ করলেন।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, ” এটা মোদি এবং অমিত শাহের স্বৈরাচারী মনোভাবের পরিচয়। পেট্রোল এবং ডিজেলের দাম এতটা বেড়ে গিয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য সাইকেল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তাতে বাধা সৃষ্টি করছে মোদি সরকার। কোন প্রতিবাদ সহ্য করছে না কেন্দ্রীয় সরকার।” অন্যদিকে এই সফটওয়্যার ইস্যু নিয়ে ইতিমধ্যেই জোর চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল সরাসরি সুর চড়াতে শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে।

সংসদের দুই কক্ষ আলোচনার দাবিতে শামিল হয়েছে সিপিএম সিপিআই ও আম আদমি পার্টি। বিরোধী সাংসদরা ফোনে আড়িপাতা নিয়ে আলোচনা চেয়ে নোটিশ পাঠিয়েছে। এই পদক্ষেপ গ্রহণের আগে কংগ্রেসের সংসদীয় দলের তরফ থেকে সাংসদ মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে একটি বৈঠক করা হয়েছে। লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী জানিয়েছেন, ” বিষয়টি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একটা বড় ঝুঁকির বিষয়। আমি সংসদে এই বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জবাব চাইবো।” তাই বুঝাই যাচ্ছে এবারের বাদল অধিবেশনে এই পেগাসাস সফটওয়্যার এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি অত্যন্ত বড় ইস্যু হতে চলেছে। তাই আগেভাগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, মোদি সরকার বিরোধীদলের সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, যাতে সংসদের বাদল অধিবেশন কোন সমস্যা না হয়। সাথে সাথেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিলেন সাংসদদের টিকাকরণ এর উপর। তিনি বললেন, “বাহুতে টিকা নিলেই করোনার বিরুদ্ধে বাহুবলী হয়ে ওঠা যাবে।”



from দেশ – Bharat Barta https://ift.tt/3xP0pdp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন