আরো সহজ হতে চলেছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ, বিশেষ ব্যবস্থা খাদ্য দপ্তরের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২৫ জুলাই, ২০২১

আরো সহজ হতে চলেছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ, বিশেষ ব্যবস্থা খাদ্য দপ্তরের

রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আরো তাড়াতাড়ি করতে নতুন ব্যবস্থা গ্রহণ করল রাজ্য সরকার। এবারে রাজ্য সরকারের খাদ্য দপ্তর চালু করে দিয়েছে ই কেওয়াইসি ব্যবস্থা। এখানে আপনারা রেশন দোকানে গিয়ে একই সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ এবং বৈধতা চেক করতে পারবেন। এই নতুন পদ্ধতি আসার ফলে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ আরও তাড়াতাড়ি হবে বলে মনে করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। এই নতুন ব্যবস্থা গ্রহণের জন্য প্রত্যেকটি রেশন দোকানে রাখা হবে ই – পস মেশিন। এই মেশিনের মাধ্যমে বায়োমেট্রিক স্ক্যান করে কাজটা আরো তাড়াতাড়ি করা সম্ভব হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।

দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে, এখনো পর্যন্ত যাদের আধার কার্ড এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়নি তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটি মূলত কাজে লাগবে। জুলাই এবং আগস্ট মাসেই দুই মাসের জন্য সমীক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ এর কাজ করবে। তারা ওই আধিকারিকদের কাছ থেকেও সংযুক্তিকরণ করিয়ে নিতে পারেন কিংবা রেশন দোকানে এসে এই কাজ করাতে পারেন। পাশাপাশি দপ্তর এর তরফ থেকে জানানো হচ্ছে, পরিবারেরসকলের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ এর জন্য সবাইকে একসঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়াও দপ্তর এর তরফ থেকে জানানো হচ্ছে, যেহেতু মাসের প্রথম সপ্তাহে রেশন তোলার ভিড় একটু বেশি থাকে, তাই প্রথম সপ্তাহ বাদ দিয়ে মাসের আট তারিখ থেকে এই সংযুক্তিকরণ এর কাজ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রেশন ডিলার দের কাছে থাকা এই মেশিনের মাধ্যমে অনলাইনে যদি আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে কেন্দ্রীয় স্তরে সমস্ত কিছুর ওপর নজরদারি চালানো সম্ভব হবে। যদি আপনারা রেশন গ্রহণ করেন তারপরেই খাদ্য দপ্তর জানতে পেরে যাবে তিনি কতটা রেশন পেলেন এবং তার রেশন কার্ড এর সমস্ত ডিটেলস। ব্যবস্থাটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে রেশনের ক্ষেত্রে কারচুপি করার আর কোন জায়গা থাকছে না। দুবার করে বাড়ি যাবার কথা বলা হয়েছে আধিকারিকদের। খাদ্য দপ্তর এর তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করে ফেলতে হবে। তার পাশাপাশি, যদি কারো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ বাকি থাকে তাহলে এলাকার স্কুলে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিবির করা হবে পরবর্তীতে। তবে বর্তমানে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের প্রধান টার্গেট হলো আগামী আগস্ট মাসের মধ্যে রাজ্যের প্রত্যেক মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করে দেওয়া।

দিন কয়েক আগে দেশের শীর্ষ আদালত রায় দিয়েছিল, আগামী ৩১ শে জুলাই এর মধ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করতেই হবে। এর জন্য সবার আগে জরুরি হলো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ। অনেক রাজ্য ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে। এই রাজ্যগুলির তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে বেশ ওপরের দিকেই। আধার কার্ড এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ হয়ে গেলে ভুয়ো রেশন কার্ডের সমস্যা কেটে যাবে। তার পাশাপাশি রেশন নিয়ে কোনোরকম কারচুপি করা যাবে না। তাই রাজ্য সরকারের তরফ থেকে এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খাদ্য দপ্তর সূত্রে খবর, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ এর প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে রাজ্যের সকলে রেশন কার্ড এবং আধার কার্ড সংযুক্ত করার জন্য কাজে গতি এনেছে খাদ্য দপ্তর। খাদ্য দপ্তর সূত্রের খবর, বর্তমানে রাজ্যের ১০ কোটি ৩০ লক্ষ গ্রাহক রেশন ব্যবস্থার সুবিধা গ্রহণ করেন।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3zMcgcX

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন