এবার নতুন কর্মসূচি ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, নির্দেশ মমতার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ২৩ জুন, ২০২১

এবার নতুন কর্মসূচি ‘দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ’, নির্দেশ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এ বছর জানুয়ারি মাস থেকে চালু করে দিয়েছিলেন দুয়ারে দুয়ারে কর্মসূচি। এই কর্মসূচিতে, যেকোনো মানুষের বাড়ির কাছাকাছি গিয়ে যেকোনো সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হতো। এতদিন পর্যন্ত স্বাস্থ্য সাথী কার্ড, দুয়ারে রেশন বিভিন্ন ছোট খাটো ভাতা এবং অন্যান্য কিছু প্রকল্পের কাজ চলেছে দুয়ারে দুয়ারে কর্মসূচিতে। কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও একটি কর্মসূচি নিয়ে মানুষের দরবারে চলে আসতে চলেছে। এই কর্মসূচিটি হল দুয়ারে দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ।

মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া যাবে এমন কি, স্বাস্থ্য সাথী কার্ড এর কাজ করা যাবে এটা আগে কখনোই ভাবা যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের উপর ভর করে এই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা শুরু হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে আধার নম্বর সংযুক্তিকরণ এর কাজ করা হবে। ওয়েবেল টেকনোলজি লিমিটেডের সঙ্গে ইতিমধ্যে খাদ্য দপ্তর এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। আগামী আগস্ট মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

তবে এই কর্মসূচি গ্রহণ করার পিছনে একটি কারণ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগস্ট মাস থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ সম্পূর্ণ বাধ্যতামূলক। খাদ্য দপ্তর ইতিমধ্যেই রেশন ডিলারদের এই জিনিসটি জানিয়ে দিয়েছে। রেশন ডিলারদের এও জানানো হয়েছে যেন, আগামী জুলাই মাসের মধ্যে আধার সংযুক্তিকরণ এর ব্যাপারে যেন তারা তাদের গ্রাহকদের জানিয়ে দেন। প্রয়োজনীয় ১১ নম্বর ফরম পূরণ করলেই রেশন ডিলারদের কাছে থাকা ই পাস মেশিনে অনলাইনে যুক্ত হয়ে যাবে আধার নম্বর। ওই গ্রাহক খাদ্যদ্রব্য গ্রহণ করলেই সঙ্গে সঙ্গে খাদ্য দপ্তরের কাছে পৌঁছে যাবে ওই গ্রাহকদের পরিচয়। এবং সেখান থেকে একেবারে সরাসরি কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হয়ে যাবে সেই তথ্য।

সুপ্রিম কোর্টের এহেন নির্দেশের পর এই মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে আধার সংযুক্তিকরণ প্রকল্প নিয়ে আসার কথা ভাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আধার সংযুক্তিকরণ করে রেশন ব্যবস্থা আবারো আগের জায়গায় নিয়ে আসার কথা ভাবছেন। অনেক গ্রাহক এখন নিজেরাই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নম্বর সংযুক্ত করছেন। ওয়েবেল এজেন্সি বাড়ি বাড়ি গিয়ে এই আধার নম্বর সংযুক্তিকরণ এর কাজ করবে বলে মনে করা হচ্ছে। ওয়েবেল যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের আধার সংযুক্তিকরণ এর কাজ অতি দ্রুত শেষ করা যাবে বলে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3j226PZ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন