১ লা জুলাই পর্যন্ত চলবে আংশিক লকডাউন, জারি হল নতুন গাইডলাইন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৪ জুন, ২০২১

১ লা জুলাই পর্যন্ত চলবে আংশিক লকডাউন, জারি হল নতুন গাইডলাইন

রাজ্যে করোনাভাইরাস এর আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে।তাই এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন আনলক এর প্রক্রিয়া। আগামী বুধবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন থেকে শুরু হবে এই আনলকের প্রক্রিয়া। তবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনই সম্পূর্ণ বিধিনিষেধ উঠছে না, আগামী পয়লা জুলাই পর্যন্ত বিধি-নিষেধ বহাল থাকবে। তবে কিছু কিছু জায়গায় নতুন করে বিধিনিষেধের বিধি জারি করা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে নতুন করে গাইডলাইনস তৈরি করা হয়েছে। তিনি জানিয়েছেন এবার থেকে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত বাজার। অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া যদি আপনারা টিকাকরণ করে থাকেন তাহলে প্রাতঃভ্রমণ করা যাবে। সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা থাকবে সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্র, ২৫ শতাংশ কর্মী নিয়ে চালানো যাবে কাজ।

এছাড়া দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, বার এবং হোটেল। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল। সর্বোচ্চ ৩০ শতাংশ মানুষ নিয়ে খুলতে পারবেন শপিং মল। এছাড়া শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। মুখ্যসচিব জানিয়েছেন প্রতি ইউনিট পিছু ৫০ জন অভিনেতা ও কর্মী নিয়ে শুটিং এর অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করা যাবে বলে জানিয়েছেন মুখ্য সচিব।

অন্যদিকে স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকছে। শুধুমাত্র অটো চলবে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অর্থাৎ রোগীকে হাসপাতালে বা কোথাও নিয়ে যেতে গেলে। অন্যতা কোনরকম যানচলাচল এই মুহূর্তে চলছে না। স্পা, জিম, সুইমিংপুল সবকিছু বন্ধ থাকবে। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। রাত ৯ থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরোনো সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2TwUyKj

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন