মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে ফিরতে পারেন বিজেপি নেতা-নেত্রী, দেখুন কারা কারা রয়েছেন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১১ জুন, ২০২১

মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে ফিরতে পারেন বিজেপি নেতা-নেত্রী, দেখুন কারা কারা রয়েছেন

মুকুল রায়ের হাত ধরে ঘরে ফিরতে চলেছেন আরো বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন ভোটের আগে তারা আবারো তাদের পুরনো দল তৃণমূলে ফিরতে চলেছেন বলে খবর। এই তালিকায় রয়েছে বেশ কয়েকজন নেতাদের নাম যারা বর্তমানে ভারতীয় জনতা পার্টিতে বেসুরো বলে চিহ্নিত।

এই তালিকায় আছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্ত, সোনালী গুহ, প্রবীর ঘোষাল এবং বিধান নগরের দোর্দণ্ডপ্রতাপ নেতা সব্যসাচী দত্ত। এই সমস্ত বিদ্রোহী নেতাদের তৃণমূলে ফেরানো হবে কিনা সেই নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগে থেকেই এই সমস্ত নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছিলেন। তার সঙ্গে তারা সরাসরি যোগাযোগ রাখছিলেন মুকুল রায়ের সঙ্গে। মুকুল রায় তাদের নিয়েও মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলছিলেন বলে খবর। আজ মুকুল রায় এবং শুভ্রাংশু রায় তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারপর এই সমস্ত নেতাদের ঘরওয়াপসি সম্ভাবনা প্রবল।

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই এই সমস্ত নেতাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি শোনা যাচ্ছিল। শুভ্রাংশু রায় বিজেপির আত্মসমালোচনার কটাক্ষ সামনে রাখা মাত্রই ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রবীর ঘোষাল এবং সোণালী গুহ বেশ কিছুদিন হল মমতা বন্দ্যোপাধ্যায় ভূয়শী প্রশংসা করতে শুরু করেছেন। সোনালী গুহ আবার নিজে মমতার সঙ্গে দেখা করেছিলেন। আজ তৃনমূলে যোগদান করছেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। আশা করা যায় আগামী কিছুদিনের মধ্যেই এই সমস্ত বিদ্রোহী নেতারাও আবার তৃণমূলে ফিরছেন।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2SsoAPd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন