বাংলার লক্ষ লক্ষ কৃষকদের জন্য সুখবর, দ্বিগুণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১১ জুন, ২০২১

বাংলার লক্ষ লক্ষ কৃষকদের জন্য সুখবর, দ্বিগুণ হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা

প্রতিশ্রুতি মতই কথা রাখতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পালন করতে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরুতেই তিনি একের পর এক প্রকল্প নিয়ে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন। আর এবারে কৃষকদের দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের সময় তিনি জানিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বার্ষিক ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য বরাদ্দ টাকা বাড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ন্যূনতম ৪ হাজার টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকদের যাদের এক একর এর কম জমি আছে। এই টাকা আগে ছিল ২ হাজার। আর যদি বেশি জমি থাকে তাহলে এখন কৃষকদের দেওয়া হচ্ছে ৫ হাজারের পরিবর্তে ১০ হাজার টাকা।

শুধু তাই নয় রাজ্যের কৃষি ক্ষেত্রে আরো উন্নয়ন করার জন্য বাড়তি নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কৃষকদের প্রতি দায়িত্ব এবং উদ্বেগ নিয়ে সাংবাদিক বৈঠকে তা চিন্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি কৃষকদের সহায়তা করার জন্য তিনি আরো সাহায্য করবেন বলে জানিয়েছেন।

এছাড়াও, এদিন মন্ত্রিসভার বৈঠকে ভরা কোটাল নিয়ে আলোচনা হয়। ১১ ও ২৬ তারিখের ভরা কোটালে যেন কোনো সমস্যা না হয় তা নিয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কালবৈশাখী নিয়ে সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2RIg26v

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন