৩৯ দিন পরে খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা, জানুন কখন দেওয়া যাবে পুজো - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

৩৯ দিন পরে খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা, জানুন কখন দেওয়া যাবে পুজো

প্রথমে তারকেশ্বর তারপর কালীঘাট মন্দিরের পরে এবারে খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। বৃহস্পতিবার সকালে ৭ টায় ভক্ত সাধারণের জন্য খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। এতদিন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় বন্ধ ছিল মন্দির। দীর্ঘ ৩৯ দিনের জন্য ভক্তদের জন্য বন্ধ ছিল মায়ের মন্দির।

কিন্তু অবশেষে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো খুলে দেওয়া হলো দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আগের মতোই সময় সীমা থাকছে পুজো দেওয়ার জন্য। মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত পুজো দিতে পারবেন ভক্তরা। অন্যদিকে আবার বিকেলে ৩ টে নাগাদ মন্দিরের দরজা খুলবে, সন্ধ্যা আরতির পরে মন্দির সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

এতদিন পর্যন্ত যতটা সহজে মন্দিরে প্রবেশ করা যেত এখন কিন্তু খুব সহজে মন্দিরে প্রবেশ করা যাবে না। মন্দিরে প্রবেশ পথে দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপক যন্ত্র থাকবে। থার্মাল স্ক্যানারের স্ক্যান করার পরেই যেকোনো ভক্তকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। একসাথে কুড়ি জনকে ঢুকতে দেওয়া হবে সর্বাধিক, এবং অবশ্যই সকলকে দূরত্ব মেনে চলতে হবে এবং করোনা বিধি মানতে হবে। অবশ্যই পরতে হবে মাস্ক।

অন্যদিকে, গত ৩ জুন থেকে চলছে তারকেশ্বর মন্দিরে পুজো। গত মঙ্গলবার থেকে খুলে গেছে কালীঘাট মন্দির। আর বৃহস্পতিবার সকাল থেকে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির। আসতে আসতে সবকিছু আবার ট্র্যাকে ফিরতে শুরু করেছে। এখন মানুষ অপেক্ষায় রয়েছেন বেলুড় মঠ কবে খুলে সেই নিয়ে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3vTP75E

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন