বুধবার থেকে চালু হচ্ছে মেট্রো, উঠতে পারবেন শুধু জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১৬ জুন, ২০২১

বুধবার থেকে চালু হচ্ছে মেট্রো, উঠতে পারবেন শুধু জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা

রাজ্যে করোনা ভাইরাসের বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে এবং তারপর থেকেই বুধবার থেকে চালু হতে চলেছে কলকাতা মেট্রো পরিষেবা। কিন্তু এই মুহূর্তে মেট্রোতে চলতে পারবেন শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা। মঙ্গলবার কলকাতা মেট্রো তরফ একটি বিজ্ঞপ্তি জানিয়ে বলে দেওয়া হয়েছে, বুধবার থেকে দিনে ৬ জোড়া ট্রেন চালাতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই ট্রেনে ওঠার অনুমতি পাবেন।

এই সমস্ত বিশেষ ট্রেন দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত চলবে। সকালে দমদমের দিক থেকে প্রথম ট্রেন ছাড়বে ৯.৩০ মিনিটে, আর কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ১০ টায়। বিকেলে এই ট্রেন দমদম থেকে ছাড়বে ৫ টায় এবং কবি সুভাষ থেকে ছাড়বে বিকেল সাড়ে পাঁচটায়। এই ট্রেনে চড়তে গেলে অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে এবং আপনাদের আই কার্ড দেখাতে হবে স্টেশনে ঢোকার সময়। রবিবার ট্রেন চলবে না সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত এই ট্রেন চলবে।

গত একমাস যাবত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। পূর্ব রেলের ক্ষেত্রে স্পেশাল ট্রেন চললেও মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে ভারতীয় রেলওয়ে। মেট্রোরেলের একজন আধিকারিক বললেন, রক্ষণাবেক্ষণের জন্য কয়েকটি ট্রেন চালু থাকলেও সেখানে শুধুমাত্র মেট্রো কর্মীদের ওঠার অনুমতি ছিল তাই কারোর উদ্দেশ্যে এই ব্যাপারটি জানানো হয়নি। এইবার সেই সমস্ত ট্রেন চালু করা হবে এবং যারা জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন তারা উঠার অনুমতি পাবেন এই সমস্ত ট্রেনে। হঠাৎ মনে করা হচ্ছে ধীরে ধীরে হলেও, আবারো ট্র্যাকে ফিরছে মেট্রো রেলওয়ে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3q5Ys9u

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন