ভোজ্য তেলের আমদানি কর হ্রাস করল কেন্দ্র, কবে কমবে বাজারে খুচরো ভোজ্য তেলের দাম? - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২২ জুন, ২০২১

ভোজ্য তেলের আমদানি কর হ্রাস করল কেন্দ্র, কবে কমবে বাজারে খুচরো ভোজ্য তেলের দাম?

বেশ কয়েকদিন ধরে সারা ভারতে ভোজ্যতেলের দাম বেড়েই চলেছে তারমধ্যে এবারে সাধারণ জনতার জন্য খুশির খবর শোনাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবারে ভোজ্যতেলের আমদানি কর হ্রাস করা হয়েছে, যার ফলে খুব শীঘ্রই ভারতীয় বাজারে ভোজ্যতেলের দাম অনেকটা কমে যাবে।রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই আমদানির ক্ষেত্রে টনপিছু ১১২ মার্কিন ডলার পর্যন্ত ভোজ্যতেলের আমদানি কর হ্রাস করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

একটি বিজ্ঞপ্তি জারি করে সেন্ট্রাল বোর্ড অফ ইন্ডিরেক্ট ট্যক্সেস অ্যান্ড কাস্টমস জানিয়ে দিয়েছে, টন পিছু অপরিশোধিত পাম তেলের আমদানিতে ৮৬% মার্কিন ডলার কর হ্রাস পেয়েছে। অন্যদিকে অপরিশোধিত সয়াবিন তেলের ভিত্তি আমদানিকৃত দাম কমানো হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই নতুন দাম কার্যকর হওয়া শুরু করেছে।

অন্যদিকে দেশে ব্যবহৃত দুই-তৃতীয়াংশ ভোজ্যতেল অন্য দেশ থেকে আমদানি করে থাকে ভারত। বিগত কয়েক বছরে বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম লাগাতার বেড়ে চলেছে। এই কারণে ভারতকে বেশি পয়সা দিয়ে ভোজ্য তেল কিনতে হচ্ছে। তবে কয়েকটি ক্ষেত্রে ভোজ্যতেলের দাম গত মাস থেকে কমতে শুরু করেছে। যদি সেরকম হয় তাহলে ভারতের পক্ষে আখেরে সুবিধা।যদি লাগাতার এইভাবে দাম কমতে থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে ভারতে খুচরা বাজারে ভোজ্যতেলের দাম আবারও অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

বিশেষজ্ঞরা মনে করছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারতের বাজারে ভোজ্যতেলের দাম বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসবে। ভারতের ভোজ্য তেলের চাহিদা এবং উৎপাদনের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে । এই কারণে ভারতকে প্রচুর পরিমাণ ভোজ্য তেল আমদানি করতে হয় অন্যান্য দেশ থেকে। যার কারণে ভারতের খুচরো মার্কেটে গত কয়েক মাসে অনেকটা দাম বেড়ে গেছে ভোজ্য তেলের। ট্যাক্স বিশেষজ্ঞরা মনে করছেন, এই তেলের দাম কখন কমবে যখন উৎপাদক, বণ্টনকারী এবং খুচরো দোকানদার ক্রেতার কাছে সমস্ত সুবিধা পৌঁছে দিতে চাইবেন। তার পাশাপাশি ভবিষ্যতে যাতে বেশি তেল না কিনতে হয় সেই দিকে লক্ষ্য রাখবে মোদি সরকার।



from দেশ – Bharat Barta https://ift.tt/3vNzjl5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন