সুখবর! আজ থেকে শিয়ালদহ শাখায় বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২৫ জুন, ২০২১

সুখবর! আজ থেকে শিয়ালদহ শাখায় বাড়ছে স্টাফ স্পেশাল ট্রেন

বাংলার সাধারন অফিস যাত্রীদের জন্য বড় সুখবর, আজকে থেকে শিয়ালদা স্টেশনে বাড়তে চলেছে স্টাফ স্পেশাল ট্রেন। যারা এই সমস্ত ট্রেনে ওঠেন তাদের যাত্রা সুগম করার জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেলওয়ে।তবে শিয়ালদহ ডিভিশনের, স্টেশনগুলোতে এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালানো হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ট্রেন চালুর দাবিতে শিয়ালদা ডিভিশনের সাউথ সেকশনে বেশ কিছু জায়গায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল গত দুই দিনে। সোনারপুর বারুইপুর এবং অন্যান্য বেশকিছু স্টেশনে ট্রেন অবরোধ হয়। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি এবং ইট বৃষ্টি, সবকিছুর সাক্ষী থাকে এসমস্ত স্টেশন। এর পরবর্তীতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হয়েছিল, ট্রেন চালানো হবে কিনা সেই নিয়ে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে তাই এখনি ট্রেন চালানো হচ্ছে না। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরে শিয়ালদা শাখার বেশকিছু স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে রেল পুলিশের তরফ থেকে। সোনারপুর, মল্লিকপুর, চম্পাহাটি, বারুইপুর এবং ঘুটিয়ারি শরীফ স্টেশনে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে।

তার সঙ্গে এবার বৃদ্ধি করা হলো স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। জানা যাচ্ছে, অন্যদিনের তুলনায় এদিন চল্লিশটি বেশি ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। অর্থাৎ প্রায় ২৯০টি ট্রেন চালানো হবে। আপাতত এই কদিন এইরকম ভাবে ট্রেন চালানো হলেও আগামী সোমবার থেকে আরও বাড়বে রেল পরিষেবা। অতিমারিতে যাতে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে থাকে এবং অফিস যাত্রীদের যেন কোন রকম সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে আরো ৬০টি অতিরিক্ত ট্রেন বাড়ানো হবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। ট্রেনের ভিড় কমানোর জন্য, ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে আগ্রহী পূর্ব রেলওয়ে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/35Q0HUX

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন