আগামী ১৫ জুলাই অব্দি রাজ্যে কী কী ছাড়? ঘোষণা মমতার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৮ জুন, ২০২১

আগামী ১৫ জুলাই অব্দি রাজ্যে কী কী ছাড়? ঘোষণা মমতার

আপাতত কিছুটা হলেও শিথিল হচ্ছে লকডাউন। তবে এখনই সম্পূর্ণরূপে করোনা বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে না। আগামী ১৫ জুলাই পর্যন্ত জারি থাকবে এই করোনাভাইরাস এর বিধি নিষেধ। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদিলেন আপাতত ১৫ জুলাই পর্যন্ত মেট্রো এবং ট্রেন চলবে না সাধারণ মানুষের জন্য। তবে পরিষেবা শুরু হতে পারে অটো এবং বাসের। মমতা ঘোষণা করলেন আপাতত অর্ধেক যাত্রী নিয়ে অটো এবং বাস চালানো সম্ভব হবে। ১ জুলাই থেকে অবশেষে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। চলবে সরকারি এবং বেসরকারি বাস। অন্যদিকে খুলবে সেলুন এবং পার্লার।

মমতা বন্দ্যোপাধ্যায় আরো ঘোষণা করলেন সরকারি এবং বেসরকারি অফিস এবার থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে চলতে পারবে যেখানে আগে এই মাত্রা ছিল ২০ শতাংশ। অন্যদিকে বিয়ে বাড়ির অনুষ্ঠানের সর্বোচ্চ ৫০ জন উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতি এবং রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জনকে নিয়ে কাজ হতে পারে।

তবে নাইট কারফিউ থাকবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বিনা কারণে বাড়ি থেকে বেরোনো যাবেনা। খোলা থাকবে জিম। সরকারি দফতর খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। এছাড়া সকাল ৬ থেকে দুপুর ১২ টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা থাকবে।

এছাড়াও খুলছে সেলুন এবং পার্লার। দিনে ৭ ঘণ্টা খোলা যাবে সব সেলুন এবং পার্লার। অন্যদিকে সকাল ১১ টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত খুচরো দোকান খোলা রাখা যাবে। গত ১৫ মে থেকে সারা রাজ্যে লক ডাউন জারি করা হয়েছিল, করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার উদ্দেশ্যে। এখন বাংলার করোনা পরিস্থিতি অনেকটা সামলে গেছে। তাই এবরের একটু বিধিনিষেধ লাঘব করা যেতেই পারে বলে মতামত সকলের।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3AgslZt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন