‘ব্লকে ব্লকে তৈরি হবে ইংরেজি মাধ্যম স্কুল’, মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা মমতার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ১১ মে, ২০২১

‘ব্লকে ব্লকে তৈরি হবে ইংরেজি মাধ্যম স্কুল’, মুখ্যমন্ত্রী হয়ে ঘোষণা মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপিকে বড় মার্জিনে হারিয়ে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেছে মমতা সরকার। বিজেপি ২০০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করলেও মাত্র ৭৭ আসনে তাদের বিজয়রথ থেমে যায়। এরপর গত বুধবার রাজভবনে তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রী প্রথমেই রাজ্যের করোনা নিয়ন্ত্রণের কাজে নেমে পড়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার পর গতকাল একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আসলে এই করোনাকালে লকডাউনেও মানুষকে মোটা টাকা গুনতে হচ্ছে বেসরকারি স্কুলের মাইনে দেওয়ার জন্য। তাই অনেকেই এখন মনে করছেন যে সরকারের যদি একটি ইংরেজি মাধ্যম স্কুল থাকতো তাহলে এত সমস্যায় পড়তে হতো না। তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, “এবার রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে।”

গতকাল একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল ঘোষণা করেছেন, “এবার প্রত্যেকটি ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার। সেখানে সব ধর্ম, বর্ন ও সম্প্রদায়ের পড়ুয়ারা পড়াশোনা করতে পারবে।” প্রসঙ্গত উল্লেখ্য, এই কাজ প্রথম নয়। ২০১৯ সাল থেকেই ইংরেজি মাধ্যম স্কুল তৈরির কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এবার তা ব্লকে ব্লকে করা হবে। সরকারের এই ইংরেজি মাধ্যম স্কুলে কম খরচে পড়াশোনা করতে ছাত্র-ছাত্রীরা।

এই করোনাকালে অনেক অভিভাবক অভিযোগ জানিয়েছিলেন যে তাদের বাচ্চাদের এত পরিমান মাইনে দিয়ে তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু এবার রাজ্য সরকারের ইংরেজি মাধ্যমে পড়লে যেমন মাইনে কম দিতে হবে কিন্তু শিক্ষা সমান পরিমাণ পাওয়া যাবে। রাজ্য সরকার প্রত্যেক ব্লকে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি করলে রাজ্যের শিক্ষাব্যবস্থা যে একধাপ এগিয়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2R7A5eg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন