কাল থেকে সরকারি-বেসরকারি অফিস বন্ধ! জানুন আর কী কী বন্ধ থাকবে - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৫ মে, ২০২১

কাল থেকে সরকারি-বেসরকারি অফিস বন্ধ! জানুন আর কী কী বন্ধ থাকবে

করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন গোটা ভারতজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটি রাজ্যের পাশাপাশি বাংলাতে ২০ হাজারের বেশি মানুষ সংক্রামিত হচ্ছে এবং দৈনিক মৃত্যুর গণ্ডি ১০০ পার করে গেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবার রাজ্য সরকার আগামী ২ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনে বাস পরিষেবা, ফেরি পরিষেবা বন্ধ থাকবে। অনেকদিন আগেই এই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছিল। এই কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আজ অর্থাৎ শনিবার আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামীকাল অর্থাৎ ১৬ মে সকাল ৬টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। নবান্নের নির্দেশ অনুযায়ী:

  • সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ স্কুল-কলেজ বন্ধ থাকবে।
  • প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত মুদিখানা, রুটি, ডিম, মাংস খোলা থাকবে।
  • সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত অফিস খোলা থাকবে।
  • বাস, মেট্রো, লোকাল ট্রেন, ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবা সাথে যুক্ত যানবাহন চলবে। অটো, ট্যাক্সি বন্ধ থাকবে।
  • রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্ত জমায়েত বন্ধ থাকবে। এছাড়াও শপিং মল, স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি বন্ধ থাকবে।
  • ব্যাংক খোলা থাকবে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত।
  • চা বাগানে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হবে।


from রাজ্য – Bharat Barta https://ift.tt/3ynKxiO

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন