অক্সিজেন প্ল্যান্ট বসাতে চান মুর্শিদাবাদে, মমতাকে চিঠি লিখে অনুরোধ অধীর চৌধুরীর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২৮ মে, ২০২১

অক্সিজেন প্ল্যান্ট বসাতে চান মুর্শিদাবাদে, মমতাকে চিঠি লিখে অনুরোধ অধীর চৌধুরীর

করোনা সংক্রমনের দাপটে অতিষ্ঠ গোটা দেশ। রাজ্যতেও বেহাল দশা চলছে। লকডাউন করার ফলে সংক্রমণের হার কিছুটা কমলেও এখনও প্রতিদিন প্রায় ১৩ হাজারের কাছাকাছি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এরই মাঝে বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন। চিঠিতে তিনি জানিয়েছেন যে নিজের সাংসদ তহবিলের টাকায় মুর্শিদাবাদে অক্সিজেন প্লান্ট তৈরি করতে চান তিনি। কিন্তু সেই ফাইল স্বাস্থ্য ভবনে আটকে রয়েছে। তার জন্যই নিরুপায় হয়ে মমতার দ্বারস্থ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ চিঠি লিখে অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, “মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অক্সিজেন প্লান্ট বসানো ও অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত দুটি অ্যাম্বুলেন্স কেনার জন্য আমার সংসার তহবিলের টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই বিষয়ে অনুরোধ জানিয়ে আমরা জেলাশাসক কে চিঠি লিখেছি। তার থেকে খোঁজ নিয়ে জানা গিয়েছে এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্য ভবন থেকে এখনও কোনো অনুমোদন আসেনি।” তাই চিঠিতে অধীরবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানিয়ে বলেছেন যে যাতে স্বাস্থ্যভবন থেকে জরুরি ভিত্তিতে এই প্রস্তাবের অনুমোদন চলে আসে।

আসলে ভোট পরিস্থিতিতে বাংলার করোনা পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গেছিল। তখনই বোঝা যাচ্ছিল লাগামছাড়াভাবে বৃদ্ধি পাবে করোনার সংক্রমণ। আর তার জন্য প্রয়োজন হবে প্রচুর অক্সিজেন এবং ভেন্টিলেটর অ্যাম্বুলেন্সের। তাই তখন থেকেই অধীর চৌধুরী মুর্শিদাবাদের জেলাশাসক এর কাছে চিঠি লিখে অক্সিজেন প্লান্ট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুমোদন এখনও দেয়নি স্বাস্থ্য দপ্তর। তাই প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যাতে এই বিষয়ে তিনি দ্রুত হস্তক্ষেপ করেন।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3utfX48

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন