নির্বাচনী প্রচারে রক্ত গরম করা ডায়লগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এফআইআর মিঠুনের বিরুদ্ধে, হবে জিজ্ঞাসাবাদ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ২৪ মে, ২০২১

নির্বাচনী প্রচারে রক্ত গরম করা ডায়লগ দেওয়ার পরিপ্রেক্ষিতে এফআইআর মিঠুনের বিরুদ্ধে, হবে জিজ্ঞাসাবাদ

নির্বাচন শেষ হয়ে যাবার পরে যেন কিছুই ঠিক হচ্ছেনা মিঠুন চক্রবর্তীর জীবনে। একের পর এক বিতর্কে জড়াতে শুরু করেছে মিঠুনের নাম। এমনিতেই তার বিভিন্ন মন্তব্যের জেরে বিপাকে রয়েছেন মিঠুন। তারমধ্যে এবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে খোদ কলকাতা পুলিশ। চলতি বছর ৯ মার্চ ব্রিগেডের জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করার পরেই বিতর্কের সূত্রপাত।

মিঠুন চক্রবর্তী জনসভা থেকে নিজেকে জাত গোখরো বলে দাবি করেন। তার মুখে শোনা যায় তার জনপ্রিয় সিনেমার কালজয়ী ডায়ালগ, “আমি জলঢোঁড়াও নই, আমি বেলেবোড়াও নই, আমি একদম জাত গোখরো, এক ছোবলেই ছবি।” এই মন্তব্যের জেরে এবারে আইনি জটিলতার সম্মুখীন মিঠুন চক্রবর্তী। শুধুমাত্র এই সংলাপ কেন, মিঠুন চক্রবর্তী নিজের নির্বাচনী প্রচারে একাধিক এরকম রক্ত গরম করা ডায়লগ বলেছিলেন।

এই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানিকতলা থানায় তার বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। বাংলা সিটিজেন ফোরামের তরফ থেকে মামলা দায়ের করে বলা হয়, মিঠুনের মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মন্তব্যের জন্য রাজ্যে হিংসার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিয়ালদহ আদালতে এই মামলা পৌছলে সেখানকার প্রধান বিচারপতি জানতে চান এই মামলা নিয়ে কতদূর কি তদন্ত হয়েছে। এছাড়াও পুলিশকে আগামী পহেলা জুন এর মধ্যে রিপোর্ট পেশ করার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

সেই নির্দেশের পরবর্তীতে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের তরফে মিঠুনের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর চলতি সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য মিঠুনের কাছে তলব পৌঁছতে পারে। যদি এই এফআইআর এর ভিত্তিতে মামলা দায়ের চালানো হয় তাহলে কিন্তু মহাগুরু মিঠুন চক্রবর্তী বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। ফলে তার রাজনৈতিক অবস্থান বেশ দোদুল্যমান জায়গায় রয়েছে বলা যেতে পারে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3ffDDo7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন