বাড়ির বাইরে বেরোলেই লাগবে ই-পাস, জেনে নিন ই-পাস কি করে পাবেন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৬ মে, ২০২১

বাড়ির বাইরে বেরোলেই লাগবে ই-পাস, জেনে নিন ই-পাস কি করে পাবেন

করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত রুখতে গতকাল নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ১৫ দিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করেছেন। আজ অর্থাৎ রবিবার ১৬ মে সকাল ৬ টা থেকে লকডাউনের একাধিক বিধি-নিষেধ আরোপ হয়েছে। আগামী ১৫ দিনের জন্য কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকবে বাস, ট্রেন, মেট্রো, ট্যাক্সি, অটো, ফেরি ইত্যাদি সমস্ত পরিষেবা। শুধুমাত্র জরুরী পরিষেবা এবং ডেলিভারি সার্ভিসের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। চলতি বছর ঠিক যেন গত বছরের পুনরাবৃত্তি। এই কড়াকড়ির মাঝে গত বছরের মতোই কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে যে ঘরের বাইরে পা রাখতে হলে ই পাসের প্রয়োজন হবে।

আসলে যে সমস্ত ব্যক্তিরা জরুরী পরিষেবা সাথে যুক্ত বা ই কমার্স সাইটের ডেলিভারির সাথে যুক্ত তারা এই লকডাউনের মধ্যেও বাড়ি থেকে বেরোতে পারবে। তবে তাদের লাগবে ই পাস। এই ই পাস দেওয়া হবে কলকাতা পুলিশের তরফ থেকে। কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে ই পাস দেওয়া শুরু হয়ে যাবে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও রাজ্য পুলিশ ই পাস দেবে। তবে তা সংগ্রহ করতে হবে কলকাতা পুলিশের লিংকে ক্লিক করেই। জরুরী পরিষেবা পাশাপাশি যারা করোনা টেস্ট করাতে যাবেন বা ভ্যাকসিন নিতে যাবেন তাদের জন্য ই পাস জরুরী।

তবে কি করে পাবেন এই ই-পাস? খুব সহজেই পাওয়া যাবে ই-পাস। আপনাকে কলকাতা পুলিশের ওয়েবসাইটে গিয়ে বা ই-পাস তৈরীর লিংক passkolkatapolice.gov.in এ ক্লিক করতে হবে। সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে অনলাইনে। ফর্ম ফিলাপ হয়ে গেলে আপনার স্মার্টফোনে একটি কিউআর কোড চলে আসবে। রাস্তায় বেরিয়ে নাকা চেকিংয়ে পুলিশ ধরলে সেই কিউআর কোড দেখালেই ছেড়ে দেওয়া হবে। রাজ্য পুলিশের আওতায় বিভিন্ন জেলার ই-পাস করতেও কলকাতা পুলিশের ওয়েবসাইটে আসতে হবে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3huyHgM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন