সম্প্রতি শেষ হয়েছে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’। বিগ বসের ঘরে এজাজ খান (Eijaz khan)-এর ‘প্রক্সি’ হয়ে ঢুকেছিলেন দেবলীনা ভট্টাচার্য (Devleena Bhattacharya)। ফাইনাল পর্বে পৌঁছানোর আগেই এলিমিনেট হয়ে যান দেবলীনা। তবে এর ‘বিগ বস-13′-এও প্রতিযোগী ছিলেন দেবলীনা। কিন্তু সেবারেও শারীরিক অসুস্থতার কারণে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যেতে হয়েছিল দেবলীনাকে। বিগ বসের ঘরে দেবলীনাকে একাধিকবার তাঁর প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করা হলেও তিনি মুখ খোলেননি। উপরন্তু তিনি জানিয়েছিলেন তাঁর অস্থির শৈশবের কথা। দেবলীনা বলেছিলেন মা-বাবার সেপারেশনের পর তাঁর মা মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। এমনকি দেবলীনা তাঁর প্রিয় বান্ধবী অভিনেত্রী দিব্যা ভাটনগর (Divya bhatnagar) সহ একাধিক বন্ধুর অসফল বিয়ে দেখেছেন। দিব্যার অস্বাভাবিক মৃত্যু দেবলীনার মনে বিয়ের সম্পর্কে নেতিবাচক প্রভাব তৈরী করেছে।
তবে কিছুদিন আগে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা জানিয়েছেন, তিনি মুম্বইয়ের বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন। খুব ভালো বন্ধুত্ব থেকে এই সম্পর্কের সূত্রপাত হয়েছিল। বিগ বসের ঘরে যাবার আগে তিনি ও তাঁর বয়ফ্রেন্ড ঠিক করেছিলেন, এ বিষয়ে তাঁরা মুখ খুলবেন না। কিন্তু শেষ অবধি বিগ বসের ঘরের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত ( Rakhi sawant)-এর কাছে দেবলীনা তাঁর সম্পর্কের কথা বলেন। দেবলীনা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর তিনি বিয়ের পিঁড়িতে বসতে চান। কিন্তু তারও আগে দেবলীনা চান, নিজেকে বিয়ে সম্পর্কিত ভয় থেকে বের করে আগামী দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে। দেবলীনার বয়ফ্রেন্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। দেবলীনার মা অনিমা ভট্টাচার্য (Anima Bhattacharya) মুম্বই এসে দেবলীনার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলতে চেয়েছেন।
জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথীয়া’-য় ‘গোপী বহু’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন দেবলীনা। ‘বিগ বস-13′-তে ঘরের বৌয়ের ইমেজ ভেঙে বেরিয়ে আসেন দেবলীনা। ‘বিগ বস’-এর সঞ্চালক সলমন খান (salman khan) দেবলীনার নাম দেন ‘বহু বনি বেব’। কিন্তু দেবলীনার মেরুদন্ডে মারাত্মক সমস্যা দেখা দেওয়ার কারণে শো থেকে বেরিয়ে আসেন দেবলীনা। এরপর মুম্বইয়ের হাসপাতালে দীর্ঘদিন তাঁর চিকিৎসা চলে। দেবলীনা সুস্থ হয়ে ওঠার পরেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, বিধিনিষেধ মেনে ঘরেই বিশ্রাম নিতে থাকেন। অবশেষে চিকিৎসকের কাছ থেকে ‘গ্রীণ সিগন্যাল’ পাওয়ার পর দেবলীনা কামব্যাক করেন ‘বিগ বস-15′-এর মাধ্যমে।
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3uGpGp3
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন