সম্প্রতি অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (oindrila sen) হারালেন নিজের শুটিং স্পটের বন্ধু বাপ্পাদা (Bappa)-কে। অঙ্কুশ জানিয়েছেন, বাড়ির বাইরে নিজের বাবার মতোই তাঁর খেয়াল রাখতেন বাপ্পাদা। অঙ্কুশ ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেছেন, বাপ্পাদার সঙ্গে তাঁর দশ বছরের সম্পর্ক। এমনকি শুটিংয়ের সময় অঙ্কুশের ঘাম মুছিয়ে দিতেন বাপ্পাদা। শুটিংয়ের সময় অঙ্কুশের জন্য জল, ওষুধ সবকিছুর খেয়াল রাখতেন বাপ্পাদা। ঐন্দ্রিলাও ইন্সটাগ্রামে পোস্ট করে লিখেছেন, তাঁর সঙ্গেও দাদা-বোনের সম্পর্ক ছিল বাপ্পাদার।
কিছুদিন আগেই অঙ্কুশ কিনেছেন নতুন বিলাসবহুল গাড়ি। অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ছবি শেয়ার করে জানিয়েছেন, এই গাড়িটি কেনার স্বপ্ন তিনি বহুদিন ধরেই দেখেছিলেন। এই কারণে গাড়িটি কিনতে পেরে অঙ্কুশ অত্যন্ত খুশি। তবে গাড়ির সাথে তাঁর প্রেমিকা ঐন্দ্রিলার ছবি শেয়ার করতে ভোলেননি তিনি। মুকুন্দপুরে উত্তলিকা অ্যাপার্টমেন্টে বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন অঙ্কুশ। তবে তাঁরা কবে থেকে ওই ফ্ল্যাটে থাকবেন, তা বলতে পারেননি তিনি। কারণ ফ্ল্যাটের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের নতুন অ্যাপার্টমেন্টের ছবি ভাইরাল হয়েছে। ছবি শেয়ার করে অঙ্কুশ জানিয়েছেন, তিনি নতুন বাড়িতে প্রবেশ করে নতুন জীবনের শুরু করতে চলেছেন। তিনি জানিয়েছেন, অঙ্কুশ ও ঐন্দ্রিলার পরিবারের কথা অনুযায়ী তাঁদের বিয়ের দিন ঠিক করা হবে। তবে অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কের শুরু থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে।
সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর(Madhurima Goswami) সঙ্গে বিয়ে হয়েছে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য(Anirban Bhattacharya)-এর। টুইটারে অনির্বাণকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ। শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ লিখেছেন, তিনি অনির্বাণকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। সুতরাং খুব তাড়াতাড়ি তিনিও ঐন্দ্রিলার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে চান।
অঙ্কুশের এই টুইট ঘিরে টলিপাড়ায় শুরু হয়ে গেছিল গুঞ্জন। বহুদিন ধরেই টেলি অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারের মধ্যেও সম্পর্ক বেশ ভালো। এর আগেও কয়েকবার অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের খবর শোনা গেলেও পরে দেখা গিয়েছিল তা গুজব। কিন্তু এই বছর হঠাৎ করেই সেলিব্রিটিরা অনেকেই বিয়ের পিঁড়িতে বসছেন। সুতরাং নেটিজেনদের একাংশের বুঝতে পেরে গিয়েছিলেন, অঙ্কুশ সোশ্যাল মিডিয়ায় টুইটের মাধ্যমে তাঁর ও ঐন্দ্রিলার বিয়ের ইঙ্গিত দিয়েছেন। 12 ই ফেব্রুয়ার মুক্তি পেয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ফিল্ম ‘ম্যাজিক’। এই প্রথম রূপোলি পর্দায় জুটি বাঁধলেন এই জুটি। এছাড়াও 2021 সালে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির পরপর চারটি ফিল্ম আসতে চলেছে।
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3bPpR8E
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন