বিয়ের পিঁড়িতে সলমন খান? প্রেমিককে ভাষা শিখতে বললেন প্রেমিকা ইউলিয়া - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

বিয়ের পিঁড়িতে সলমন খান? প্রেমিককে ভাষা শিখতে বললেন প্রেমিকা ইউলিয়া

দীর্ঘদিন ধরেই সলমন খান (salman khan)ও ইউলিয়া ভন্তুর (yulia vantur)-এর সম্পর্ক নিয়ে জল্পনা চললেও সলমন বা ইউলিয়া কেউই কোনোদিন মিডিয়ার সামনে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সম্প্রতি শেষ হয়েছে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’। শো শেষ হওয়ার পর সলমন প্রতিযোগীদের জন্য একটি পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ইউলিয়াও। শোয়ের প্রতিযোগী আরশি খান (Arshi khan) সংবাদমাধ্যমে জানিয়েছেন, সলমন তাঁর সঙ্গে ইউলিয়ার পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, ইউলিয়াকে উর্দু শেখাতে। রোমানিয়ান মেয়ে ইউলিয়া যাতে অনর্গল উর্দু বলতে পারেন, তাই সলমন আরশিকেই তাঁর শিক্ষিকা হিসাবে নির্বাচন করেছেন।

তবে আরশি খানের এই কথা কতদূর বিশ্বাসযোগ্য, তা নিয়ে বলিউডের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরশি বরাবর রঙ চড়িয়ে কথা বলতে পছন্দ করেন। ফলে বিগ বসের ঘরেও তাঁকে অনেক প্রতিযোগীরাই পছন্দ করতেন না। এই কারণে আরশির কথার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অপরদিকে ‘বিগ বস-14′ থেকে রাখি সাওয়ান্ত (Rakhi sawant) বেরোনোর পর প্রথমেই দেখা করেছিলেন তাঁর মা জয়া ভেদা (jaya bheda)-র সাথে। এরপর রাখি সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে জানান, তাঁর মায়ের ক্যান্সার হয়েছে। মায়ের জন্য নিয়মিত প্রার্থনা করছেন রাখি। অপরদিকে সলমন ও তাঁর ভাই সোহেল (Sohail khan) রাখির দিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাখির মা জয়ার কেমোথেরাপি শুরু হয়েছে। রাখির পাশে দাঁড়িয়েছেন সম্ভাবনা শেঠ(sambhabna seth) ও কাশ্মীরা শাহ (kashmeera shah)-ও। রাখি সলমন ও সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3uLQuEf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন