টলিটাউনের সেলিব্রিটিরা এই মুহূর্তে ব্যস্ত ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। একের পর এক সেলিব্রিটি বসছেন বিয়ের পিঁড়িতে। তার উপর চলছে টক্কর দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার। এর মধ্যেই গত 5 ই ফেব্রুয়ারি মা হয়েছেন টেলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী (Sneha chatterjee)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্নেহা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তবে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়েনি। এমনকি স্নেহা সেই সময় কোনো প্রেগনেন্সি ফটোশুটের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে তিনি প্রেগনেন্সি ফটোশুট করিয়েছিলেন। মা হওয়ার পর একমাস কাটতে না কাটতেই স্নেহা ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সি ফটোশুটের একটি ছবি শেয়ার করলেন। এই ছবিতে স্নেহার পরনে ছিল কালো রঙের ক্যামিসোল টপ ও ট্রাউজার। অন্তঃসত্ত্বা স্নেহা চুলের সেই সময় যত্ন নিতে অসুবিধা হওয়ায় শর্ট হেয়ারস্টাইল করে ফেলেছিলেন। ছবিতে তাঁর সেই হেয়ারস্টাইলও ধরা পড়েছে। ক্যামিসোল টপের মধ্যে দিয়ে প্রকট হয়েছে স্নেহার বেবিবাম্প যার দিকে তাকিয়ে আলতো ছুঁয়ে দাঁড়িয়ে থাকা স্নেহার ঠোঁটে লেগে রয়েছে অপেক্ষা ও ভালোবাসার হাসি। ছবিটি তোলা হয়েছিল 4 ঠা ফেব্রুয়ারি। কারণ স্নেহা ছবিটি শেয়ার করে লিখেছেন, পরের দিন নিজের সন্তানের আগমন নিয়ে তিনি যথেষ্ট উত্তেজিত ছিলেন।
লকডাউনের সময় অন্তঃসত্ত্বা হয়েছিলেন স্নেহা। কিন্তু অন্যান্য অভিনেত্রীদের মতো নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনেননি। ফলে তাঁর কলিগরাও অনেকেই জানতেন না স্নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। প্রকৃতপক্ষে স্নেহা লো প্রোফাইলে থাকতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনকে কোনোদিন তিনি মিডিয়ার সামনে তুলে ধরেননি। স্নেহা তাঁর পুত্রসন্তানের জন্মসংবাদ গোপন রাখতে চাইলেও তাঁর কলিগদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে মিডিয়ায়। স্নেহা নিজে তাঁর পুত্রসন্তানের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি।
স্নেহার স্বামী সংলাপ ভৌমিক (saglap bhoumik) জানিয়েছেন, তিনি ও স্নেহা নবজাতকের জন্য দুটি ডাকনাম ঠিক করেছেন। তার একটি হলো ‘তুরুপ’, আরেকটি হলো ‘শুক্তো’। তবে শেষ অবধি ছেলের কি নাম হবে তা এখনও বুঝে উঠতে পারেননি সংলাপ-স্নেহা। আপাতত চার মাসের জন্য অভিনয়জগত থেকে দূরে থেকে সন্তান ও পরিবারকে সময় দিতে চান নতুন মা স্নেহা।
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3sIEvFH
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন