রাজীবের প্রচারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাতাহাতি, লাঠিচার্জ! উত্তপ্ত গোটা ডোমজুড় - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২১ মার্চ, ২০২১

রাজীবের প্রচারে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাতাহাতি, লাঠিচার্জ! উত্তপ্ত গোটা ডোমজুড়

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল প্রায় তাদের সব প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু নির্বাচন প্রাক্কালে রাজ্যজুড়ে খবরের শিরোনামে আসছে রাজনৈতিক হিংসার ঘটনা। আসলে যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠছে। একদিকে নেতা-নেত্রীরা যেমন বাকবিতণ্ডায় জড়িয়ে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা খেলছে ঠিক অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা হাতাহাতিতে রূপান্তরিত হচ্ছে। এবার ডোমজুড়ে প্রচার করতে বেরিয়ে তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় জনরোষের মাঝে পড়লেন।

আজ অর্থাৎ রবিবার ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচারের জন্য বেরিয়েছিলেন। প্রথম থেকে প্রচারের কাজ সুষ্ঠুভাবে হলেও শেষের দিকে ঝামেলা বাঁধে। জানা গিয়েছে, প্রচার যখন প্রায় শেষের মুখে তখন হঠাৎ করে তৃণমূল কর্মী সমর্থকরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাতে শুরু করে। এমনকি তারা রাজিবের মিছিল আটকানোর চেষ্টা করে। তখনই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা বাধে। সেই বচসা কিছুক্ষণের মধ্যেই রূপান্তরিত হয় হাতাহাতিতে। দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হয়।

তৃণমূল ও বিজেপি সমর্থকরা হাতাহাতি শুরু করলে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। হাতাহাতির জেরে আহত হয়েছে অনেকেই। পরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। তাদের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখনো এলাকায় পুলিশবাহিনী টইলদারি করছে।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/2QmxBbf

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন