
ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লি দেরাদুন শতাবদি এক্সপ্রেসে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ট্রেনের c-5 কামরায়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে এখনো পর্যন্ত গোটা বিষয়টি তদন্ত করে দেখা সম্ভব হয়নি। দাউদাউ করে জ্বলছে শতাব্দি এক্সপ্রেসের ওই কামরা।
বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। রেল সূত্রে খবর, একটি উচ্চ কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত করা হতে চলেছে।
তবে এই ট্রেনের সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। গোটা কামরা ঝলসে গিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হতাহতের কোনো খবর নেই। রেল পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কাসরাও স্টেশনের কাছাকাছি জায়গায়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তবে এখনো পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি!
from দেশ – Bharat Barta https://ift.tt/30H0hgY
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন