অস্ত্রোপচার করে ছেঁটে ফেলা হল, অমিতাভের শারীরিক অবস্থা কেমন? জানুন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

অস্ত্রোপচার করে ছেঁটে ফেলা হল, অমিতাভের শারীরিক অবস্থা কেমন? জানুন

সম্প্রতি অমিতাভ বচ্চন (Amitabh bachachan)-এর একটি টুইট ঘিরে নেটদুনিয়া উত্তাল হয়ে উঠেছে। অমিতাভের লেখা টুইটের বয়ান অনুযায়ী তাঁর শরীরে কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তা কেটে বাদ দিলে খানিকটা স্বস্তি মিলবে। অপরদিকে নিজের ব্লগেও অমিতাভ বলেছেন, তাঁর অস্ত্রোপচার হতে চলেছে।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী 28 শে ফেব্রুয়ারি অমিতাভ বচ্চনের চোখের ছানি অপারেশন হয়েছে। অপারেশনের পর সুস্থ রয়েছেন বিগ বি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন অমিতাভ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন নানাবতী হসপিটালে। নিজের ব্লগে সেই সময়ের একাকীত্বের কথা উল্লেখ করে অমিতাভ জানিয়েছিলেন, শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে প্রিয়জনের দেখা পাওয়ার জন্য অনন্ত অপেক্ষা করতে হয়েছে। একের পর এক অসুস্থতার মধ্যে দিয়ে গেলেও অমিতাভ নিজের কর্মজীবনে তার কোনো প্রভাব পড়তে দেননি। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে রিয়া চক্রবর্তী (Rhea chakraborty) এবং অমিতাভ বচ্চন অভিনীত ফিল্ম ‘চেহরে’। তার পাশাপাশি মুক্তি পাবে অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’ এবং ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় (Ayan mukherjee) পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’-এ অমিতাভ ছাড়াও অভিনয় করছেন আলিয়া ভাট (Alia bhatt) ও রণবীর কাপুর (Ranbir kapoor)।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3kAr3ki

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন