পোশাকের দাম ১৫ হাজার টাকা, নাইট স্যুট পরে স্বামীর সাথে তুমুল নাচ দীপিকার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১২ মার্চ, ২০২১

পোশাকের দাম ১৫ হাজার টাকা, নাইট স্যুট পরে স্বামীর সাথে তুমুল নাচ দীপিকার

নেটদুনিয়া মানেই হুজুগের ঢেউ। কিছুদিন আগেই নেটদুনিয়ায় দীপিকা পাড়ুকোন (Deepika padukone) ও ফাওয়াদ খান (fawad khan)-র একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দীপিকা হাঁটু মুড়ে বসে ফাওয়াদকে প্রেম নিবেদন করছেন। দীপিকার স্বামী রণবীর সিং (Ranveer singh)-এর মুখের অবস্থা দেখার মত হয়েছিল যদিও তিনি তাঁর মুখে একটু হাসি ঝুলিয়ে রেখেছিলেন।

বিষয়টি তাহলে এবার খোলসা করা যাক। গত তিন দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও ফাওয়াদের এই ভিডিওটি ভাইরাল হলেও প্রকৃতপক্ষে এটি 2016 সালের ঘটনা। 2016 সালে আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন পরিচালক করণ জোহর ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। করণ ফাওয়াদকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও দীপিকা পাড়ুকোনকে প্রোপোজ করতে। সোনাক্ষীকে প্রোপোজ করার পর ফাওয়াদ দীপিকাকে প্রোপোজ করার জন্য মঞ্চে ডাকেন। কালো গাউনে দীপিকাকে সেদিন সুন্দরী লাগছিল। ফাওয়াদ দীপিকার সৌন্দর্যের তারিফ করতে শুরু করেন। কিন্তু ফাওয়াদকে অবাক করে দিয়ে দীপিকাই নিজে হাঁটু মুড়ে মঞ্চে বসে ফাওয়াদকে প্রোপোজ করেন। পুরো বিষয়টি হয়েছিল মজার ছলে। দীপিকার সঙ্গে রণবীরের তখনও বিয়ে হয়নি।

এবার দীপিকা ও রণবীরের ‘নাইট সুট ডান্স’ ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওয় ডিজাইনার মাসাবা গুপ্তা (Masaba Gupta)-র ডিজাইন করা ঢিলেঢালা প্রিন্টেড নাইট সুট ও স্নিকার্স পরে দুর্দান্ত নাচ করতে দেখা গেল দীপিকা ও রণবীরকে। জানা গেছে, দীপিকার নাইট সুটটির দাম পনেরো হাজার টাকা। মাসাবার ‘নাইট সুট কালেকশন’-কে প্রোমোট করার জন্য এই ডান্স ভিডিওটি তৈরী করেছেন দীপিকা ও রণবীর।

আগামী 4 ঠা জুন মুক্তি পাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব (Kapil Dev)-এর বায়োপিক ‘83’। এই ফিল্মে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর ও তাঁর স্ত্রী রোমি (Romi dev)-এর ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। দীপিকা ও রণবীর জুটির চার নম্বর ফিল্ম এটি।
2018 সালের 14 ই নভেম্বর বিয়ে হয়েছিল দীপিকা ও রণবীরের। সম্প্রতি দ্বিতীয় বিবাহবার্ষিকীতে দীপিকাকে ‘গুড়িয়া’ বলে সম্বোধন করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন রণবীর।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/2OoXfLX

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন