‘আমি এক পা দিয়ে বল মেরে সবাইকে আউট করে দেব’, কাঁথির জনসভায় হুংকার মমতার - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ২১ মার্চ, ২০২১

‘আমি এক পা দিয়ে বল মেরে সবাইকে আউট করে দেব’, কাঁথির জনসভায় হুংকার মমতার

একদিকে নির্বাচনী প্রচার করতে পূর্ব মেদিনীপুরের এগরা এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি তে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে একই জায়গায় দুটি জনসভা। তাই এই দিনটা বাংলা রাজনীতির জন্য অত্যন্ত হাই প্রোফাইল। অমিত শাহ এগরার জনসভা থেকে দাবি করেছেন, “দিদি ভাইপো কে মুখ্যমন্ত্রী বানাবে, নরেন্দ্র মোদী সোনার বাংলা তৈরি করবেন।”

এই মন্তব্যের পাল্টা পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বললেন, “জীবনে সুরক্ষা, বাংলায় ঐক্য এবং গুন্ডারাজ বন্ধ করতে হলে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন।” এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির কথা উল্লেখ করলেন। তার মুখে শোনা গেল খাদ্য সাথী প্রকল্প, স্বাস্থ্য সাথী প্রকল্প এর মতো আরও অনেক প্রকল্পের নাম।

তিনি বললেন, “তপশিলিদের প্রত্যেককে ৬০ বছর বয়সের পর এক হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে রেশন পৌঁছে যাচ্ছে। স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে পাঁচ লক্ষ টাকা করে চিকিৎসার খরচ দেওয়া হবে প্রত্যেক পরিবারকে। বাড়ির মহিলাদের নামে এই কার্ড থাকবে এবং তারা নিজের বাবা-মায়ের চিকিৎসা করাতে পারবেন এই কার্ড ব্যবহার করে। এছাড়াও যারা এখনো পর্যন্তস্বাস্থ্য সাথী কার্ড করেননি তারা দুয়ারে দুয়ারে সরকারের সময় করে ফেলবেন।”

এছাড়াও মা বোনেদের উদ্দেশ্য করে বললেন, “যদি গুন্ডারা এখানে আসে তাহলে হাতা খুন্তি নিয়ে তাড়া করবেন। এছাড়া যদি আপনার গায়ে হাত দিতে আসে তাহলে দুটো থাপ্পর দেবেন। ওরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙ্গে দিলে আমি আর বেরোতে পারবোনা। কিন্তু এক পা দিয়ে বল মেরে আমি সব কটাকে আউট করার ক্ষমতা রাখি। আমি সবাইকে মাঠের বাইরে বের করে দেব।” এদিন তার মুখে শোনা গেল আবারো খেলা হবে স্লোগান। তিনি বললেন সংকল্প করুন, বিজেপি হাটাও দেশ বাঁচাও।



from রাজ্য – Bharat Barta https://ift.tt/3r3YM7n

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন