কিছুদিন আগেই কয়েক কোটি টাকা দিয়ে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর কাপুর (Ranbir kapoor)। এই মুহূর্তে তা সাজানোর কাজ চলছে। রণবীরের মা নিতু কাপুর (Nitu kapoor) ও দিদি রিধিমা কাপুর (Ridhdhima kapoor) এবং প্রেমিকা আলিয়া ভাট (Alia bhatt) সম্প্রতি সেখানে গিয়েছিলেন ইন্টিরিয়র ডেকোরেশনের কাজ দেখতে। এরপরেই জানা যায় একটি অদ্ভুত খবর। তা হল, নতুন অ্যাপার্টমেন্টে রণবীর শুধুমাত্র একটি ঘর আলিয়ার নানা মুহূর্তের ছবি দিয়ে সাজাবেন। তবে সেই ঘরে কেউ থাকতে পারবেন না, এমনকি আলিয়াও নন। এই খবর বলিটাউনে ছড়িয়ে পড়ার পরেই আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে জল্পনা মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে গত বছরের শেষে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তাঁর বয়স এখন মাত্র পঁচিশ বছর। তিনি বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে যথেষ্ট ছোট। অথচ তার পরেই আলিয়া ও রণবীরের পরিবার একসঙ্গে রাজস্থানে ঘুরতে গিয়েছিলেন।
তবে যদি সত্যিই আলিয়ার ছবির জন্য রণবীর একটি ঘর বরাদ্দ করে থাকেন, তাহলে বিয়ের পর আলিয়া আদৌ অভিনয় করবেন কিনা তা নিয়ে সন্দেহ জাগছে কাপুর পরিবারের ঘনিষ্ঠদের মধ্যে। কাপুর পরিবারের রীতি অনুযায়ী বিয়ের পর বাড়ির বৌয়ের অভিনয় করার নিয়ম নেই। এমনকি কাপুর পরিবারের মেয়েদের অভিনয় জগতে আসা নিষিদ্ধ। এই কারণে রণবীরের দিদি রিধিমা তাঁর মা নিতুকে অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা বললে তিনি তাকে চুপ করিয়ে দিয়ে বলেছিলেন রিধিমার বাবা ঋষি কাপুর (Rishi kapoor) এই কথা শুনলে প্রচন্ড রেগে যাবেন। ফলে রিধিমা ফ্যাশন ডিজাইনিং-কে নিজের কেরিয়ার করে নেন। অথচ অদ্ভুত ভাবে বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়া নিতু প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে আবারও শুরু করেছেন অভিনয়। বিয়ের পর নিজে অভিনয় ছেড়ে দিলেও পরিবারের অমতে মেয়ে করিশমা কাপুর (karishma kapoor)-এর অভিনয়ের ইচ্ছাকে মর্যাদা দেওয়ার কারণে রণধীর কাপুর (Randhir kapoor)-এর সঙ্গে সেপারেশন হয়ে যায় ববিতা(Babita)-এর। পরে দিদির পদাঙ্ক অনুসরণ করেন করিনা কাপুর (kareena Kapoor khan)। শশী কাপুর (shashi kapoor) অভিনেত্রী জেনিফার (Jennifer)-কে বিয়ে করেছিলেন। জেনিফারকে যাতে অভিনয় ছাড়তে না হয় তাই পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন শশী। আমৃত্যু অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন জেনিফার। শাম্মি কাপুর (shammi kapoor) পরিবারের অমতে গীতা বালি(geeta bali)-কে বিয়ে করেছিলেন। শাম্মির ইচ্ছা অনুযায়ী গীতাও বিয়ের পর নিজের অভিনয় চালিয়ে গিয়েছিলেন।
তাহলে আলিয়ার ছবি দিয়ে রণবীরের ঘর সাজানো তাঁর প্রেমের প্রকাশ না আলিয়ার অভিনয় কেরিয়ারের সমাপ্তির অশনি সংকেত কিনা, প্রশ্ন উঠছে এখানেই। রণবীর কি আলিয়ার অভিনয় জীবনকে স্মৃতি করে ছবির ফ্রেমে বাঁধিয়ে রেখে কাপুর পরিবারের রীতি অক্ষুণ্ণ রাখতে চাইছেন? আপাতত, এই প্রশ্নের উত্তর রয়েছে ভবিষ্যতের গর্ভে। এই মুহূর্তে আলিয়ার আপকামিং ফিল্ম ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ী’-র ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বলিউডের সেলেবকুলের মন জয় করে নিয়েছে। অপরদিকে চলতি বছরেই মুক্তি পাবে অয়ন মুখোপাধ্যায় (Ayan mukherjee) পরিচালিত ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’ যাতে অভিনয় করছেন রণবীর ও আলিয়া।
from বিনোদন – Bharat Barta https://ift.tt/2ZZ82yz
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন