স্লিভলেস ব্লাউজ এবং শাড়ি পরে সমুদ্র পারে যোগাসন করলেন অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

স্লিভলেস ব্লাউজ এবং শাড়ি পরে সমুদ্র পারে যোগাসন করলেন অভিনেত্রী, তুমুল ভাইরাল ভিডিও

সাধারণতঃ যোগার পোশাক পরে যোগাসন করতে দেখা যায় সবাইকে।  কিন্তু অভিনেত্রী আদা শর্মা (Adah sharma) যোগা করলেন শাড়ি পরে। সম্প্রতি আদা ইন্সটাগ্রামে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে আদাকে সমুদ্রের তীরে একটি গোলাপি শিফন শাড়িকে ধুতির কায়দায় পরে দেখা যাচ্ছে যোগাসন করতে। আদার যোগাসন দেখে বোঝা যাচ্ছে, তিনি অভ্যস্ত এই পোশাকে যোগাসন করতে।  আদার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে লকডাউনের সময় আদাও অন্য সেলেবদের মতো বাড়ির সব কাজ নিজেই করছিলেন। কিন্তু তার মাঝেও নিজের ফিটনেস রেজিম ভোলেননি তিনি। ফিল্মে আসার আগে আদা একজন জিমন‍্যাস্ট ছিলেন। এছাড়া তিনি মার্শাল আর্টও জানেন।  নিজেকে ফিট রাখতে এবং প্রতিদিনের ঘরের কাজকে এন্টারটেনমেন্টের পর্যায়ে নিয়ে আসতে আদা হাতিয়ার করেছিলেন মার্শাল আর্টকে। তিনি কাপড় কেচে দড়িতে মেলার সময় মার্শাল আর্টের কায়দা প্রয়োগ করেছিলেন। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছিল আদার ‘এন্টারটেনমেন্ট আদা’।

2009 সালে বলিউডের হরর মুভি ‘1920’-তে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেছিলেন আদা। এই ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এই ফিল্মে অভিনয়ের জন্য আদা ‘বেস্ট ফিমেল ডেবিউ’ হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ‘হাসি তো ফাঁসি’ ফিল্মে পরিণীতি চোপড়া (parineeti Chopra)-এর দিদির ভূমিকায় নজর কেড়েছিলেন আদা। এছাড়া আদা দক্ষিণী ফিল্মের সফলতম অভিনেত্রীদের মধ্যে একজন। আদা অভিনীত দক্ষিণী  ফিল্ম ‘হার্ট অ্যাটাক’ ব্লকবাস্টার ফিল্মের মধ্যে অন্যতম। 2019 সালে আদা অভিনয় করেছেন হিন্দি ফিল্ম ‘কম‍্যান্ডো-3’-তে। এছাড়া 2020 সালে ‘সোলসাথী’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন আদা।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3qfnulo

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন