অবশেষে হল মিলন, ফুলশয্যায় রাধিকাকে আদরে ভরিয়ে দিলেন কর্ণ, হু হু করে ভাইরাল ভিডিও - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

অবশেষে হল মিলন, ফুলশয্যায় রাধিকাকে আদরে ভরিয়ে দিলেন কর্ণ, হু হু করে ভাইরাল ভিডিও

জি বাংলায় ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে এলো নতুন ট‍্যুইস্ট। ধারাবাহিকের নায়ক কর্ণ আপাতত সুস্থ হয়ে উঠেছে। তার সঙ্গে শুরু হয়েছে ধারাবাহিকের নায়িকা রাধিকার ভরপুর রোম‍্যান্স। এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে কর্ণ ও রাধিকার ফুলশয্যার পর্ব। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ‘কর্ণিকা’ নামে পর্বটির ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে।

কিছুদিন আগে এই ধারাবাহিকে রাধিকাকে দেখা গিয়েছিল নার্সের ভূমিকায়। কর্ণের পরিবার তার স্ত্রী রাধিকাকে কর্ণের থেকে আলাদা করে দিয়েছে। এদিকে কর্ণ অসুস্থ। তার জন্য নার্সের খোঁজ করে তার পরিবার। অসুস্থ কর্ণের সেবা করতে নার্স সেজে কর্ণের বাড়িতে প্রবেশ করে রাধিকা। পরিবারের সদস্যরা রাধিকাকে চিনতে পারে না। ঘটনাচক্রে নার্সরূপী রাধিকা ও কর্ণ কাছাকাছি চলে আসে। সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কর্ণ ও নার্সরূপী রাধিকার অন্তরঙ্গ ভিডিও।

‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দর্শকদের কাছে। ফ্যাশন ডিজাইনার রাধিকার বিয়ের দিন সে লগ্নভ্রষ্টা হয়। এরপর রাধিকা কর্ণের কোম্পানিতে চাকরি করা শুরু করে। কর্ণ ও রাধিকার মধ্যে বন্ধুত্ব তৈরী হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়। একসময় তাদের বিয়ে হয়ে যায়।

বিয়ের পর রাধিকা ও কর্ণের মধ্যে তৈরী হয় ভুল বোঝাবুঝি। শুরু হয় টানাপোড়েন। কিন্তু তার মধ্যেও কখনও কখনও তৈরী হয় খুনসুটির মুহূর্ত। আপাতত রাধিকা ও কর্ণের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার। রাধিকার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা দত্ত (swastika dutta) এবং কর্ণের চরিত্রে অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3aiQfXY

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন