শ্রীময়ী ধারাবাহিকের অফস্ক্রীন পিকনিকে, শ্রীময়ী রহিত দা এবং জুন আন্টির এক সঙ্গে কাটানো কিছু মজাদার মুহূর্ত - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

শ্রীময়ী ধারাবাহিকের অফস্ক্রীন পিকনিকে, শ্রীময়ী রহিত দা এবং জুন আন্টির এক সঙ্গে কাটানো কিছু মজাদার মুহূর্ত

অন ​​স্ক্রিনে, শ্রীময়ী এবং জুনের দ্বন্দ্ব বাংলা টেলিভিশনের একটি আলোচিত বিষয়। এই অনস্ক্রিন গল্পটি অফ স্ক্রিনের সম্পূর্ণ বিপরীত। অভিনেত্রী উষসী চক্রবর্তী ‘প্রবীণ’ ইন্দ্রানী হালদারকে শ্রদ্ধা জানান। দুজনের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই ঝলকটি এবার দেখা যাচ্ছে ২৬ শে জানুয়ারি আয়োজিত হওয়া স্টার জলসা পরিবারের শ্রীময়ী সিরিয়ালের সদস্যদের নিয়ে একটি পিকনিকের।অভিনেত্রী উষসী অর্থাৎ শ্রীময়ী সিরিয়াল জুন আন্টি পিকনিকের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তার নিজের অ্যাকাউন্ট থেকে আপলোড করে।

ভিডিওতে দেখা যায় পিকনিকের মুহূর্তগুলো সত্যিই মজাদার। শ্রীময়ী নিজে রহিত আঙ্কেলের (টোটা রায়চৌধুরী) পরিচয় করিয়ে দিচ্ছে দর্শক বন্ধুদের সাথে মিস্টার হ্যান্ডসাম নামে। আর তখনই রোহিত আঙ্কেল মজা করে বলে উঠছে সেই একমাত্র ব্যক্তি যে সারা জীবন অপেক্ষা করে গেছেন। ধারাবাহিকটিতে উপল নামের চরিত্রটি বেশ কিছুদিন ধরে পর্দায় আসছে না। তবে পিকনিকে উপস্থিত রয়েছে উপল চরিত্র অর্থাৎ অভিনেতা ভরত কল। পিকনিকে উপস্থিত রয়েছে জুন আন্টির প্রিয়তম জাম্বো। শ্রীময়ী ধারাবাহিক এর পুরো টিম দারুন মজা করে এই পিকনিকে। তার আবার কখনও কখনও দারুন ক্রিকেট খেলায় মেতে ওঠে। তাদের অফস্ক্রিন এই পিকনিকের কিছু মজাদার মুহূর্তের দর্শন এবং সোশ্যাল মিডিয়াতে পাই।

 

 

শ্রীময়ী ধারাবাহিক অফস্ক্রিন পিকনিকে সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীদের নিজস্ব লুকস এ দেখা যায়। অভিনেতা টোটা রায়চৌধুরী তাদের পিকনিকে শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রানী হালদারের সাথে কাটানো একটি মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করে এবং মজার ছলে ক্যাপশন লেখে কলেজ জীবনের শ্রীময়ী এবং রোহিত দা।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/39qFt2p

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন