ত্বরিতার সঙ্গীত ও মেহেন্দি, ফের উত্তম কুমারের বাড়িতে বিয়ের আসর - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

ত্বরিতার সঙ্গীত ও মেহেন্দি, ফের উত্তম কুমারের বাড়িতে বিয়ের আসর

সম্প্রতি 13 ই জানুয়ারি, আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণয় ছিল অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee) ও অভিনেতা সৌরভ ব্যানার্জি(Saurav Banerjee)- এর সঙ্গীত অনুষ্ঠান।  ত্বরিতা ও সৌরভের সঙ্গীতে উপস্থিত ছিলেন সন্দীপ্তা সেন (Sandipta sen), জুহি সেনগুপ্ত (juhi sengupta)রা।  সন্দীপ্তা ত্বরিতার খুব ভালো বন্ধু।  সঙ্গীত অনুষ্ঠানে ত্বরিতার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। সৌরভ ও ত্বরিতা এদিন ডুয়েট ডান্স পারফরম্যান্স করেন।  সৌরভ জানিয়েছেন, সঙ্গীতের জন্য রীতিমত নাচ প্র‍্যাকটিস করতে হয়েছে তাঁকে। পরের দিন অর্থাৎ 14 ই জানুয়ারি ছিল ত্বরিতার মেহেন্দি।  নিজের মেহেন্দির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ত্বরিতা।  যথারীতি তা ভাইরাল হয়েছে।  নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন ত্বরিতাকে।  15ই জানুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন  সৌরভ ও ত্বরিতা।   বিয়ের দিনের  জন্য ত্বরিতা পছন্দ করেছেন সাবেকি লাল রঙের বেনারসি শাড়ি। সৌরভের পছন্দ সাদা রঙের ধুতি-পাঞ্জাবি।

কিছুদিন আগেই  ত্বরিতা  নিজের গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে মেতেছিলেন ব্যাচেলরেট পার্টিতে। পার্টিতে সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। সাদা টি শার্ট ও হট ডেনিম শর্টসে ত্বরিতাকে যথেষ্ট সুন্দরী লাগছিল।  সন্দীপ্তাও উপস্থিত ছিলেন পার্টিতে।  কলকাতার একটি রিসর্টে হয়েছে ত্বরিতার ব্যাচেলরেট পার্টি।  তবে পার্টিতে কোনো অ্যালকোহলের ব্যবস্থা ছিল না। কিন্তু সফট ড্রিঙ্কস-এর গ্লাস নিয়ে সবাইকে ‘চিয়ার্স’ করেছেন ত্বরিতা।

2017 সালে ইন্ডাস্ট্রিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয় হয়েছিল সৌরভ ও ত্বরিতার যা ক্রমশ প্রেমে পরিণত হয়। ত্বরিতা উত্তর কলকাতার বনেদী ব্যবসায়ী পরিবারের মেয়ে। তিনি এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’তে সারদামণির মায়ের চরিত্রে অভিনয় করছেন। তার মধ্যেই সময় বের করে সঙ্গীতের রিহার্সাল করছেন ত্বরিতা। সৌরভ ভালো নাচ না জানায় ত্বরিতাই তাঁকে ডান্স স্টেপ শিখতে সাহায্য করছেন। বিয়ের পর 2021 সালের শেষের দিকে বালিতে হানিমুন করতে যাওয়ার ইচ্ছে আছে সৌরভ ও ত্বরিতার। তবে তার আগে তাঁরা কাছাকাছি কোনো পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে চান বলে জানিয়েছেন।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/38Lclmj

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন