নতুন বছরে খুশির খবর ‘শ্যামা’র জীবনে, চরম আনন্দে মাতলেন অভিনেত্রী তিয়াসা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

নতুন বছরে খুশির খবর ‘শ্যামা’র জীবনে, চরম আনন্দে মাতলেন অভিনেত্রী তিয়াসা

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’-র নায়িকা শ্যামার ভূমিকায় অভিনয় করেন তিয়াসা রায় (tiasa roy)।  নতুন বছরে তিয়াসার জীবনে এল খুশির খবর।  জি বাংলার তরফে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন তিয়াসা। তিয়াসার অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়েছে।  নিজেই ইন্সটাগ্রামে এই খবর শেয়ার করেন তিয়াসা।  সেরা অভিনেত্রীর ট্রফি হাতে ছবিও পোস্ট করেন তিনি। নেটিজেনরা তিয়াসাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিয়াসাও তাঁর অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন।

জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ নিয়েছে 18 বছরের লিপ। ব্রিজ ভেঙে গাড়ি দুর্ঘটনার সময় শ্যামা গিয়ে পৌঁছায় অন্য গাড়িতে।  সেই গাড়ি শ্যামাকে বারাণসী পৌঁছে দেয়। এরপর কেটে যায় 18 বছর। শ্যামার মেয়ের প্রবেশ ঘটে সিরিয়ালে। শ্যামার মেয়ে শ্যামার মতোই গান গায়। কিন্তু শ্যামা গাড়ি দুর্ঘটনার ফলে সমস্ত কিছু ভুলে গেছে। অপরদিকে নিখিল শ্যামাকে না ভুলতে পেরে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তার জীবনে এসেছে এক নতুন নারী।

একটানা 3 বছর ধরে চলা ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটির টিআরপি ক্রমশ কমে গিয়েছিল তার  দুর্বল চিত্রনাট্যের কারণে।  এই কারণে ‘কৃষ্ণকলি’তে নতুন মোড় এনে তার টিআরপি বাড়ানোর চেষ্টা করে চ্যানেল।  ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায় এবং তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য (nil bhattacharya)।  নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/365eQOP

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন