গাড়ী দুর্ঘটনায় মৃত্যু সলমনের কাছের মানুষ, বিনোদন জগতে শোকের ছায়া - Get Breaking & Latest Bengali News Online

Breaking

রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১

গাড়ী দুর্ঘটনায় মৃত্যু সলমনের কাছের মানুষ, বিনোদন জগতে শোকের ছায়া

15 ই জানুয়ারি, শুক্রবার, কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-14’-এর ট্যালেন্ট ম্যানেজার  পিস্তা ধাকড় (pista dhakkad) স্কুটি দুর্ঘটনায় মারা গেলেন।শুক্রবার ছিল ‘বিগ বস’-এর স্পেশ‍্যাল এপিসোড ‘উইকএন্ড কা বার’-এর শুটিং। এদিন ‘বিগ বস’-এর হোস্ট সলমন খান (salman Khan)- র লম্বা শুটিং চলে।  শুটিং শেষ করে গোরেগাঁও থেকে বাড়ি ফেরার পথে আচমকাই মাঝ রাস্তায় পিস্তার স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।  স্কুটি থেকে পিস্তা ছিটকে পড়েন রাস্তার বাম দিকে।  পড়ে যাওয়ার পর পিস্তা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে অসতর্কতার ফলে তাঁকে পিছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা মারে।  ঘটনাস্থলেই মারা যান পিস্তা।

শনিবার সকালে পিস্তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে বিনোদন জগতে।  ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিল (shehnaz gill), আসীম রিয়াজ (Asim Riaz) ও হিমাংশি খুরানা ( Himanshi khurana) শোক প্রকাশ করেছেন।  শনিবার ‘বিগ বস-14’-এর ‘উইকএন্ড কা বার’ এপিসোড প্রচারিত হওয়ার আগে কালার্স ও ‘বিগ বস-14’-এর প্রোডাকশন হাউজ ‘এন্ডেমল শাইন প্রাইভেট লিমিটেড’-এর তরফে পিস্তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এই বছর করোনা বিধি মেনে ‘বিগ বস-14’-এর সেট তৈরী হয়েছে গোরেগাঁও  ফিল্মসিটিতে।  এমনকি  শোয়ের হোস্ট সলমন খান করোনা অতিমারীর কারণে বায়ো বাবল-এ থেকে শুটিং করছেন।  ‘অন্তিম’-এর শুটিং-এর জন্যও সলমন বায়ো বাবল ব্যবহার করছেন বলে জানা গেছে।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/39FHpTD

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন