দিল্লি বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুই সন্দেহভাজন - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

দিল্লি বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুই সন্দেহভাজন

নয়াদিল্লি: প্রথমে নোট, এবার আরও নতুন তথ্য উঠে এল। দিল্লি পুলিসের (Delhi Police) স্পেশাল সেল এলাকার একটি সিসিটিভির (CCTV) ফুটেজ থেকে ২ জনের সন্ধান পেয়েছে। গতকাল, শুক্রবার (Friday) বিস্ফোরণের পরই একটি গাড়ি থেকে তাদের বিস্ফোরণস্থলে নামতে দেখা গিয়েছে। গাড়ি থেকে নেমে বিস্ফোরণস্থলের দিকে তাদের এগিয়ে যেতেও দেখা গিয়েছে। সূত্রের খবর, ওই গাড়িটিকে চিহ্নিত করতে পেরেছে দিল্লি পুলিস। ওই গাড়ির চালকের সঙ্গে যোগাযাগও করা হয়েছে।

তাকে জেরা করে দুই আরোহীর স্কেচ আঁকা হচ্ছে। দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনের রাস্তায় বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। বিস্ফোরণস্থলের আসপাশে মিলেছে একটি চিঠি ও একটি পোড়া স্কার্ফ। এবার এলাকার সিসিটিভি-র ফুটেজ থেকে মিলল দুই সন্দেহভাজনের সন্ধান। উল্লেখ, বিস্ফোরণস্থল থেকে একটি খাম ও চিঠি পাওয়া গিয়েছে। বিস্ফোরণস্থল থেকে ১২ গজ দূরে ওই খামটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিস সূত্রে খবর, ওই চিঠিটি লেখা হয়েছিল ইজরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে। পুলিস ওই চিঠির ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করার চেষ্টা হচ্ছে। চিঠিতে লেখা হয়েছে ওই বিস্ফোরণ একটি ট্রেলার মাত্র । অনেককিছু এখনও বাকী। পুলিস সূত্রে আরও জানা গিযেছে, বিস্ফোরণে অ্যামনিয়াম নাইট্রেট ব্যবহারের প্রমাণ মিলিছে। বিশেষজ্ঞদের ধারনা, বিস্ফোরণে আরডিএক্স ব্যবহার করা হলে ক্ষয়ক্ষতি আরও বড় হতে পারতো।



from দেশ – Bharat Barta https://ift.tt/2L3bZyt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন