বর্তমানে বিখ্যাত কমেডি শো দা কাপিল শর্মা, এবং সেই শো এর প্রধান মুখ কমিডিয়ান কৃষ্ণা অভিষেক। তাকে আমরা কমবেশি সবাই চিনি। রিল লাইফের সাথে তার রিয়েল লাইফের মিল অনেকটাই। তিনি বরাবরই আড়ম্বরপূর্ণ জীবন কাটাতে পছন্দ করেন। তিনি তার প্রথম ব্যক্তিগত জীবন শুরু করেন ওয়ান নাইট স্ট্যান্ড দিয়ে। একটি নতুন ছবির সেটে আচমকাই করিশমার সাথে দেখা হয় কৃষ্ণার। এরপর রিলেশনশিপে থাকেন তারা এবং সাথে সাথে লিভ ইন ও করেন।এরপর ২০১৩ সালে বিবাহ বন্ধনে বাধা পরে এই জুটি।
২০১৩ সালের ২৩ জুলাই তাদের কাছে বিশেষ দিন কারণ সেই দিনই করিস্মাকে বিয়ের প্রস্তাব দেন কৃষ্ণা, এবং ঠিক তার পরের দিন অর্থাৎ ২৪ জুলাই তাদের চার হাত এক হয়। বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান ধারণ করতে পারেননি কারিশমা। শেষে তারা সন্তানের মুখ দেখেন এবং সেটি শুধু মাত্র সম্ভব হয় সালমান খানের জন্য।
সারোগেজি পদ্ধতির মাধ্যমে সন্তান নেয়ার পরামর্শ দেন সালমান খান। অবশেষে ২০১৭ সালে আইভিএফ পদ্ধতিতে ২জন যমজ সন্তানের জন্ম দিয়েছেন কারিশমা। এখন খুব সুখেই দিন কাটাচ্ছেন তারা।
from বিনোদন – Bharat Barta https://ift.tt/3qxk1Pb
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন