বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘কৃষ্ণকলি’র নিখিল, গায়ে হলুদের ভিডিও তুমুল ভাইরাল - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘কৃষ্ণকলি’র নিখিল, গায়ে হলুদের ভিডিও তুমুল ভাইরাল

বিয়ের আগেই গায়ে হলুদের ভিডিও শেয়ার করলেন অভিনেতা নীল ভট্টাচার্য (Nil bhattacharya)। ভিডিওতে দেখা যাচ্ছে নীলকে ঘিরে রয়েছেন মহিলারা। গায়ে হলুদের বিভিন্ন এয়োস্ত্রী আচার চলছে হবু বরকে ঘিরে। নীলের পরনে ছিল ধুতি-স‍্যান্ডো গেঞ্জি। তবে ভিডিওটি শেয়ার করে নীল জানিয়েছেন, এটি তাঁর শুটিংয়ের ক্লিপ। নীল ইন্সটাগ্রামে ভিডিওটি পোস্ট করতেই তা তুমুল ভাইরাল হয়েছে।

সম্প্রতি নীল ও তাঁর হবু স্ত্রী অভিনেত্রী তৃণা সাহা( Trina saha)-কে আইবুড়ো ভাত খাইয়েছেন ইন্ডাস্ট্রির অপর সেলিব্রিটি কাপল অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (oindrila sen)। অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন অ্যাপার্টমেন্টে বসেছিল আইবুড়ো ভাতের আসর। অঙ্কুশের পরনে ছিল অরেঞ্জ রঙের টি-শার্ট এবং কালো রঙের জিনস। ঐন্দ্রিলার পরনে ছিল কালো টপ ও নীল জিনস। কিন্তু অঙ্কুশের সঙ্গে মিলিয়ে ঐন্দ্রিলা কালো টপের উপর একটি অরেঞ্জ রঙের শ্রাগ পরেছিলেন। নীলের পরনে ছিল অফ হোয়াইট পাঞ্জাবী ও তৃণমূল পরেছিলেন গ্রে রঙের লং কূর্তি। নীল, তৃণার খাওয়ার একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি যথারীতি ভাইরাল হয়েছে। কিছুদিন আগে নীল ও তৃণা প্রি-ওয়েডিং ফটোশুট করিয়েছেন। তার কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তৃণা। ছবিগুলির কয়েকটিতে তৃণার পরনে রয়েছে বেবি পিঙ্ক রঙের লেহেঙ্গা-চোলি যাতে রুপোলি রঙের জরির কাজ রয়েছে। তার সঙ্গে মানানসই করে তৃণা পরেছেন হোয়াইট স্টোনের গয়না। নীলের পরনে রয়েছে আকাশি ও সাদা রঙের কারুকারুকার্য করা শেরওয়ানি। বাকি ছবিগুলিতে তৃণার পরনে রয়েছে আকাশি রঙের গাউন এবং নীলের পরনে রয়েছে ডার্ক রঙের ব্লেজার। নীল ও তৃণার প্রি-ওয়েডিং ফটোশুট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

2020-র বর্ষশেষের রাতে যথারীতি পার্টি করতে বেরিয়ে পড়েছিলেন নীল ও তৃণা। তাঁরা দুজনে গিয়েছিলেন কলকাতার অভিজাত বার কাম রেস্টুরেন্ট ‘লর্ড অফ ড্রিঙ্কস’-এ। সেখানে গিয়ে ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন নীল ও তৃণা। তৃণা সেই রিলটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। রিলটিতে দেখা যাচ্ছে নীলকে চুম্বন করছেন তৃণা। নেটিজেনরা নীল ও তৃণাকে নতুন বছরের জন্য এবং আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

নীল ও তৃণা অবশেষে বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। আপাতত বিয়ের আগেই তাঁরা শুরু করে দিয়েছেন ব্যাচেলর পার্টি। কিছুদিন আগেই বন্ধুদের সঙ্গে দার্জিলিং থেকে ঘুরে এসেছেন নীল। তৃণাও কলকাতা শহরের এক অভিজাত রিসর্টে বান্ধবীদের সঙ্গে রাতভর পার্টি করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন নীল ও তৃণা। 9ই জানুয়ারি হয়ে গিয়েছে নীল ও তৃণার সঙ্গীত এবং এনগেজমেন্ট। 3 রা ফেব্রুয়ারি হবে আইবুড়ো ভাত ও তৃণার মেহেন্দি অনুষ্ঠান। 4 ঠা ফেব্রুয়ারি অর্কিড গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হবে নীল ও তৃণার বিয়ে। তবে ভ‍্যালেন্টাইনস ডে’র দিন অর্থাৎ 14 ই ফেব্রুয়ারি পি.সি.চন্দ্র গার্ডেনে হবে নীল ও তৃণার গ্র‍্যান্ড রিসেপশন। বিয়ের পর নীল ও তৃণা হানিমুনের জন্য গ্রীস রওনা হবেন বলে জানা গেছে। নীল জানিয়েছেন, তৃণা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মানুষ। তৃণার মতো করে নীলকে কোনোদিন কেউ বোঝেনি। এমনকি নীলের অত্যধিক কথা বলার অভ্যাস তৈরি হয়েছে তৃণার জন্য।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3owqyYQ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন