প্রেমিকাকে কাছে টেনে আদর, চরম ঘনিষ্ঠ মুহূর্তে রুদ্রনীল-প্রমিতা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

প্রেমিকাকে কাছে টেনে আদর, চরম ঘনিষ্ঠ মুহূর্তে রুদ্রনীল-প্রমিতা

সম্প্রতি অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty) ও অভিনেতা রুদ্রজিৎ (Rudrajit) নিজেদের কয়েকটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।  ছবিগুলিতে  রুদ্রজিৎ-প্রমিতাকে একটি রুফটপ রেস্তোরাঁয় একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কখনও তাঁদের দেখা যাচ্ছে ফেয়ারি টেল কাপল হিসাবে ‘প্রি-ওয়েডিং’ ফটোশুট করতে। ‘প্রি-ওয়েডিং’ ফটোশুটে সিঁদুরে রাঙা প্রমিতার মানভঞ্জন করতে দেখা যাচ্ছে রুদ্রজিৎকে।  প্রমিতা ও রুদ্রজিৎ-এর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে প্রমিতা-রুদ্রজিৎ-এর সম্পর্কের রসায়ন।

বেলগাছিয়ার মেয়ে প্রমিতার সঙ্গে বিয়ে হতে চলেছে পুরুলিয়ার ছেলে অভিনেতা রুদ্রজিৎ মুখার্জির।  জনপ্রিয় সিরিয়াল ‘সাত ভাই চম্পা’র সেট থেকে পরিচয় হয়েছিল প্রমিতা ও রুদ্রজিৎ-এর। ক্রমশ তা রূপান্তরিত হয় প্রেমে।  গত বছর পুজোর সময় প্রমিতা ও রুদ্রজিৎ-এর পরিবার একসঙ্গেই রুদ্রজিৎ-এর দেশের বাড়ি পুরুলিয়ায় পুজো কাটিয়েছেন। একইসঙ্গে পুরুলিয়ায় একটি রিসর্ট বুকিং করেছেন তাঁরা। জানা গেছে, চলতি বছরের   14 ই ফেব্রুয়ারি ভ‍্যালেন্টাইনস ডে-র দিন রুদ্রজিৎ ও প্রমিতার এনগেজমেন্ট ও রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠান হবে ওই রিসর্টে।  তবে অনুষ্ঠান হবে খুব ঘরোয়া ভাবে। শুধুমাত্র দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।  পুজোর মধ্যেই  পুরুলিয়ার নৈসর্গিক পরিবেশে  প্রি-ওয়েডিং ফটোশুট করেছেন রুদ্র ও প্রমিতা। রুদ্র-র পছন্দের লাল শাড়ি ও সাবেকি গয়না পরে ফটোশুট করেন প্রমিতা। রুদ্রও প্রমিতার পোশাকের সঙ্গে মানানসই করে লাল পাঞ্জাবি পরেছিলেন ফটোশুটের সময়। করোনা পরিস্থিতি কেটে গেলে 2022 সালে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছা আছে রুদ্র ও প্রমিতার।

টালিগঞ্জের করুণাময়ীতে ফ্ল্যাট কিনেছেন রুদ্রজিৎ।  বিয়ের পর রুদ্র ও প্রমিতা সেখানেই পাতবেন তাঁদের সংসার। এই মুহূর্তে ‘জীবন সাথী’ ধারাবাহিকে ‘তূর্ণ’-এর চরিত্রে অভিনয় করছেন রুদ্রজিৎ।  ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে প্রমিতা ‘ঝিনুক’-এর চরিত্রে অভিনয় করছিলেন।  সদ্য শেষ হয়েছে ‘এখানে আকাশ নীল’। আপাতত প্রমিতা অপেক্ষা করছেন নতুন কাজ শুরু হওয়ার।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/3oUB515

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন