যদি আপনার গোপনীয়তা লঙ্ঘন হয়, তাহলে ডিলিট করুন হোয়াটসঅ্যাপ, কড়া বার্তা দিল্লি হাইকোর্টের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

যদি আপনার গোপনীয়তা লঙ্ঘন হয়, তাহলে ডিলিট করুন হোয়াটসঅ্যাপ, কড়া বার্তা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: আজ, সোমবার (Monday) হোয়াটসঅ্যাপের (Whatsapp) প্রাইভেসি পলিসি (Privacy Policy) নিয়ে করা জনস্বার্থ মামলার শুনানিতে কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। মামলাকারীর তরফে ফেসবুকের (Facebook) মালিকাধীন সংস্থার সাম্প্রতিক পলিসি নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রশাসন যাতে এই বিষয়টিতে হস্তক্ষেপ করে, সেই আবেদনও করা হয়।

এখনও এই বিষয়ে কোনও নোটিস জারি করেনি আদালত। তবে জানিয়ে দেওয়া হয় যে কেউ যদি মনে করে গোপনীয়তা লঙ্ঘন করছে হোয়াটসঅ্যাপ, তাহলে অ্যাপটি ডিলিট করে দিতে পারে। যদিও চূড়ান্ত শুনানি কিছু হয়নি। ২৫ জানুয়ারি রায় দিতে পারে দিল্লি হাইকোর্ট, এমনটাই খবর।

মামলাকারীর তরফে বলা হয়েছে সরকার যেন কড়া পদক্ষেপ নেয় এই সংস্থার বিরুদ্ধে। কারণ এখানে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ কীভাবে সাধারণ মানুষের তথ্য শেয়ার করতে পারে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন আবেদনকারী। তবে চূড়ান্ত রায় না দিলেও আদালতের তরফে এও বলা হয়, ম্যাপ বা ব্রাউজার ব্যবহার করলেও যে তথ্য শেয়ার হয় সেকথাও মনে করিয়ে দিয়েছে।

তবে এক্ষেত্রে সরকারের কঠিন পদক্ষেপ গ্রহণ করার ডাক দিয়েছেন মামলাকারী। তিনি জানান যে ইউরোপের বিভিন দেশে হোয়াটসঅ্যাপ পলিসি ভিন্ন। সেখানে এই ধরণের কোনও কাজ করতে পারে না সংস্থাটি। কিন্তু ভারতে কোনও কঠোর আইন না থাকায় এমন পলিসি এনেছে হোয়াটসঅ্যাপ। অন্যদিকে, হোয়াটসঅ্যাপ সংস্থার হয়ে লড়াই করেছেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল।  তিনি বলেছেন এই মামলা অবিলম্বে বাতিল করে দেওয়া উচিত কারণ পলিসির অভিযোগ ভিত্তিহীন।



from দেশ – Bharat Barta https://ift.tt/3qvsnH8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন