রাম মন্দির তৈরিতে অনুদান দিলেন অক্ষয়, ভিডিও পোস্ট করে ভক্তদেরও করলেন অনুরোধ - Get Breaking & Latest Bengali News Online

Breaking

সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

রাম মন্দির তৈরিতে অনুদান দিলেন অক্ষয়, ভিডিও পোস্ট করে ভক্তদেরও করলেন অনুরোধ

সম্প্রতি অভিনেতা অক্ষয়কুমার (Akshay Kumar) টুইটারে একটি দেড় মিনিটের ভিডিও শেয়ার করলেন। ভিডিওর  শুরু অক্ষয় করলেন ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর মাধ্যমে। অক্ষয় বলেন, গতকাল রাতে তাঁর মেয়ে নিতারা (Nitara)-কে রামায়ণের একটি বিখ্যাত কাহিনী শোনাচ্ছিলেন।  সেই গল্প অনুযায়ী, এক খুদে কাঠবেড়ালিও রাম সেতু গড়ার জন্য নিজের অবদান রেখেছিল, যাতে ভগবান শ্রীরামচন্দ্র দ্রুত সীতামা-কে উদ্ধার করে নিয়ে আসতে পারেন।  কাহিনীটি বলার পর অক্ষয় বলেন, এই কাহিনী তাঁকে অনুপ্রাণিত করেছে  অযোধ্যার নির্মীয়মাণ রাম মন্দিরের জন্য অনুদান দিতে।  তিনি বলেন, এটাই কিছু করে দেখানোর জন্য সঠিক সময়। তিনি প্রতিটি ভারতীয়কে রামায়ণের বানর বাহিনী ও কাঠবেড়ালি সঙ্গে তুলনা করে বলেন, ভগবান রামের সুবিশাল মন্দির তৈরী করার মতো ঐতিহাসিক উদ্যোগকে সফল করে তুলতে হবে।

অক্ষয় বলেন, তিনি তাঁর তরফ থেকে যথাসাধ‍্য অনুদান দিয়েছেন।  তবে তিনি কত টাকা অনুদান দিয়েছেন তা খোলসা করেননি অক্ষয়।  কিন্তু তিনি তাঁর অনুরাগীদের উদ্দেশ্যে রাম মন্দির গঠনের জন্য অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন।  তিনি বলেন, তাঁদের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁরাও প্রভু শ্রীরামের দেখানো পথেই চলবেন। ভিডিওর শেষে অক্ষয় ‘জয় শ্রীরাম’ বলে ভিডিওটি শেষ করেন।

অযোধ্যার রাম মন্দির গঠনের জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে।  চলতি বছরের 15 ই জানুয়ারি থেকে শুরু হয়েছে রাম মন্দির গঠনের জন্য অনুদান সংগ্রহের কাজ।  অনুদান সংগ্রহ করা হবে 27 শে ফেব্রুয়ারি পর্যন্ত। কেন্দ্রের বক্তব্য অনুযায়ী, দেশের 525,000 গ্রাম থেকে সংগ্রহ করা অর্থ 48 ঘন্টার মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে পৌঁছে যাবে রাম মন্দির নির্মাণের জন্য তৈরী তহবিলে। গত শুক্রবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাম মন্দির নির্মাণ তহবিলে 5 লক্ষ 100 টাকা দান করেছেন।



from বিনোদন – Bharat Barta https://ift.tt/35SYzwe

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন