দেশ জুড়ে চলছে টিকাকরণ, কোভিশিল্ড ভ্যাকসিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১

দেশ জুড়ে চলছে টিকাকরণ, কোভিশিল্ড ভ্যাকসিন নিলেন সিরাম কর্তা আদর পুনাওয়ালা

পুণে: বিগত ১০ মাস অপেক্ষার পর অবশেষে করোনার ভ্যাকসিন Corona Vaccine) আবিষ্কার হল ভারতে। একটা নয়, দু’জোড়া আবিষ্কার হয়েছে। আজ, শনিবার (Saturday) বহু মানুষ ভ্যাকসিন নিতে শুরু করেছেন। আর এই কৃতিত্বের পেছনে অন্যতম মানুষ হলেন সিরাম ইন্সটিটিউট কর্তা আদর পুনাওয়ালা (Adar Poonawalla)। বলতে গেলে তিনি এখন গোটা দেশবাসীর কাছে এক মসিহা বলেই পরিচিত।

এবার সকলের মনের ভয় কাটাতে এবং সকলের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য নিজেও করোনার টিকা নিলেন। আর সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ারও করেছেন। আর তাঁর এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। সকলেই তাঁকে কুর্ণিশ জানিয়েছেন। প্রসঙ্গত, এই টিকাকরণ নিয়ে অনেকের মনেই এখনও সংশয় আছে। আর তাই সকলের ধারনা উদ্যোগী হলেন আদর পুনাওয়ালা। শনিবার তিনি কোভিশিল্ড ভ্যাকসিন নিলেন।

উল্লেখ্য, বছরের শুরুতেই মহামারী মোকাবিলায় ভারতে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ডিসিজিআই। আর এই তালিকায় আছে কোভিশিল্ড। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের স্থানীয় প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট। এদিন দেশবাসীর উদ্দেশে সকালে বক্তব্য রাখেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে গোটা দেশ জুড়ে টিকাকরণের সূচনা করেন। তিনি বলেন, ‘আজকের দিনের অপেক্ষায় ছিল দেশবাসী। করোনার ভ্যাকসিন কবে আসবে প্রশ্ন ছিল এটাই। বিশ্বের সবথেকে বড় টিকাকরণ ভারতে।’

তিনি আরও বলেন, ‘কয়েক মিনিটের মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ টিকাকরণের সূচনা। বৈজ্ঞানিকদের ভ্যাকসিনের জন্য প্রশংসা প্রাপ্য। ভারতে তৈরি ২টি ভ্যাকসিনের টিকাকরণ। খুব কম সময়ে জোড়া ভ্যাকসিন তৈরি হয়েছে। ওঁরা দিন রাত এক করে কাজ করেছেন। ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে।’ প্রথমে টিকা পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা ভ্যাকইনের প্রথম হকদার। এদের সংখ্যা প্রায় ৩ কোটি। এঁদের ভ্যাকসিন দেওয়ার সব খরচ বহন করবে ভারত সরকার। প্রথম টিকার পর দ্বিতীয় ডোজ কবে তা জানিয়ে দেওয়া হবে ফোনে।’ বার্তা প্রধানমন্ত্রীর।



from দেশ – Bharat Barta https://ift.tt/3ihuz23

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন