আত্মমর্যাদায় আঘাত দিতে চাইলে সেনাবাহিনী মুখের ওপর জবাব দেওয়ার ক্ষমতা রাখে, নাম না করে চিনকে কড়া হুঁশিয়ারি রাজনাথের - Get Breaking & Latest Bengali News Online

Breaking

শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

আত্মমর্যাদায় আঘাত দিতে চাইলে সেনাবাহিনী মুখের ওপর জবাব দেওয়ার ক্ষমতা রাখে, নাম না করে চিনকে কড়া হুঁশিয়ারি রাজনাথের

বেঙ্গালুরূ: গত বছর শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাও এখনও পর্যন্ত লাদাখে (Ladakh) ভারত-চিন সীমান্তে (Indo-China Border) উত্তেজনা একইভাবে অব্যাহত রয়েছে। আর এবার এই ইস্যুকে কেন্দ্র করে নাম না করে চিনকে (China) কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেছেন, আত্মমর্যাদায় ঘা দিতে চায়, এমন যে কোনও সুপারপাওয়ারকে মুখের ওপর জবাব দেওয়ার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) রয়েছে। সশস্ত্র বাহিনী ভেটারেন্স ডে-র (Armed Forces Veterans Day) অনুষ্ঠানে বেঙ্গালুরুতে (Bengaluru) এমন কড়া মনোভাব প্রকাশ করেছেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী এ প্রসঙ্গে বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার সদর দফতরের ট্রেনিং কমান্ডে সশস্ত্র বাহিনী ভেটারেন্স ডে-র অনুষ্ঠানে রাজনাথ বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না। কিন্তু কোনও অতি বৃহৎ শক্তি আমাদের আত্মমর্যাদায় আঘাত করতে চাইলে আমাদের সেনা জওয়ানরাও উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা রাখে।’

এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘ভারত কারোর সঙ্গেই বিবাদ-সংঘাত চায় না। সব সময় শান্তি চায়। কারণ, তা আমাদের রক্তে সংস্কৃতিতে রয়েছে। কিন্তু অকারণে দেশের ওপর আঘাত হানলে মুখ বুঝে আমরা সহ্য করব না। এভাবেই নাম না করে চিনের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করেছেন রাজনাথ। লাদাখ পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর এ হেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



from দেশ – Bharat Barta https://ift.tt/2LM1O1b

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন